স্বাধীনতা দিবসে অসমে ধারাবাহিক বিস্ফোরণ
স্বাধীনতা দিবসেও সন্ত্রাস। দেশের ৭০তম স্বাধীনতা দিবসে বিস্ফোরণ অসমে। কঠোর নিরাপত্তার মাঝেই বিস্ফোরণে কেঁপে উঠল অসমের তিনসুকিয়া, শিবসাগর এলাকা। জঙ্গিরা মাটির তলায় বিস্ফোরক পুঁতে রাখে।
ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসেও সন্ত্রাস। দেশের ৭০তম স্বাধীনতা দিবসে বিস্ফোরণ অসমে। কঠোর নিরাপত্তার মাঝেই বিস্ফোরণে কেঁপে উঠল অসমের তিনসুকিয়া, শিবসাগর এলাকা। জঙ্গিরা মাটির তলায় বিস্ফোরক পুঁতে রাখে।
দেশজুড়ে যখন চলছে দেশের স্বাধীনতা দিবস উদ্ যাপন তখন অসম কেঁপে উঠল বিস্ফোরণের শব্দে। অবশ্য এই বিস্ফোরণে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। সকাল সাড়ে সাতটা নাগাদ পরপর পাঁচটা বিস্ফোরণে কেঁপে ওঠে অসমের তিনসুকিয়া। পুলিসের প্রাথমিক ধারণা, ধারাবাহিক বিস্ফোরণের পিছনে আলফা জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে।
তিনসুকিয়ায় প্রথম বিস্ফোরণের পর বদলাভাতা চা বাগানের কাছে বিস্ফোরণ ঘটে। এরপর ফুলবাড়িতে চতুর্থ বিস্ফোরণটি ঘটে। তিন বছর আগেও অসমে স্বাধীনতা দিবসে বিস্ফোরণ ঘটেছিল।