ওয়েব ডেস্ক : বাড়তে চলেছে রেল টিকিটের দাম, মোবাইলের বিল। রেস্তরাঁয় খাওয়া-দাওয়ার ক্ষেত্রে খরচা পড়বে বেশি। ১ এপ্রিল, এপ্রিল ফুলের দিন থেকেই নাকি দামী হতে চলেছে সবকিছু। কারণ বাড়তে চলেছে সার্ভিস ট্যাক্স। সূত্রের খবর এমনই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বর্তমানে সার্ভিস ট্যাক্স ১৪ শতাংশ। এর সঙ্গে যুক্ত হয় কৃষি সেস ও স্বচ্ছ ভারত সেস। মোট ট্যাক্সের পরিমাণ দাঁড়ায় ১৫ শতাংশ। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবার বাজেটে  ০.৫ শতাংশ বাড়ানো হবে সার্ভিস ট্যাক্স। অর্থাত্ সার্ভিস ট্যাক্সের পরিমাণ দাঁড়াবে ১৪.৫ শতাংশ। এরপর ১ জুলাই, ২০১৭ থেকে GST চালু হলে মোট ট্যাক্সের পরিমাণ দাঁড়াবে ১৮ শতাংশ। বাড়বে প্যাকেজ ট্যুর, মোবাইল বিল, রেল ও বিমান টিকিট, বাড়ি ক্রয়, ক্যাব পরিষেবা, জিম, পার্লার- সবের খরচ।


আরও পড়ুন, এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসেব রাখবে আয়কর দফতর!