ওয়েব ডেস্ক : উত্তরাখণ্ড নিয়ে আইনি টানাপোড়েন তুঙ্গে। হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর তড়িঘড়ি শুনানি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিদ্রোহী নয় কংগ্রেস বিধায়ক। হাইকোর্টের রায়ের পরেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন উত্তরাখণ্ড বিধানসভার স্পিকার। আজ বেলা সাড়ে বারোটায় সর্বোচ্চ আদালতে ওই মামলার শুনানি হবে।


সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কাল বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন তুলে নিতে হবে। ওই দুঘণ্টায় সরকারের সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দিতে হবে হরিশ রাওয়াতকে। তার আগে আজ উত্তরাখণ্ড হাইকোর্ট তার রায়ে জানিয়ে দেয়, বিক্ষুব্ধ নয় কংগ্রেস বিধায়ক আস্থাভোটে অংশ নিতে পারবেন না। হাইকোর্টের এই রায় সর্বোচ্চ আদালতেও বহাল থাকলে, কালকের শক্তি পরীক্ষায় অ্যাডভান্টেজ হরিশ রাওয়াত। ৯ জন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক আস্থা ভোটে না থাকলে, ৭০ আসনের বিধানসভায় বিধায়ক কমে দাঁড়াবে ৬১তে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য দরকার ৩১ জন বিধায়কের সমর্থন। কংগ্রেসের ২৭ জনের পাশাপাশি আরও সমর্থকদের নিয়ে প্রয়োজনীয় সংখ্যা রয়েছে হরিশের ঝুলিতে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আস্থাভোট হবে আদালতের নজরদারিতে। পুরো প্রক্রিয়ার ভিডিও তোলা হবে। তার আগে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, আপাতত সেদিকেই সবার নজর।