জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুলিস এবং মাওবাদীদের মধ্যে চলল গুলির লড়াই। ৭২ ঘণ্টার মধ্যে ফের উত্তপ্ত তেলেঙ্গানা। বৃহস্পতিবার তেলেঙ্গানার নীলাদ্রি পেটা এলাকায় সকালে এই খণ্ডযুদ্ধ হয়। পুলিস সূত্রে জানা যায়, জঙ্গলে পুলিসের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। তখনই তাদের উপর হামলা চালায় মাওবাদীরা। পাল্টা পুলিসের তরফ থেকেও চলে গুলি। বেশ কিছুক্ষনের জন্য চলে গুলির লড়াই। সেখানেই পুলিসের গুলিতে ৭ মাওবাদী নিহত হয়। পুলিসের এক কনস্টেবলও আহত হন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: INDIA Alliance: সোমবার এই ইস্যুতে ফের উত্তাল হতে চলেছে লোকসভা, তৃণমূলকে পাশে পেতে মরিয়া কংগ্রেস


বড়সড় সাফল্য তেলেঙ্গানা পুলিসের। যে সাতজন মাওবাদী নিহত হয়েছে। তাদের অনেকদিন ধরেই খুঁজছিল পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গলে তল্লাশি অভিযান চালায়। ঘটনার পর বহু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ফলে বড়সড় ছক ভাঙতে সক্ষম পুলিসের। ঘটনাস্থল থেকে দুটি একে-৪৭ রাইফেল এবং অন্যান্য অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে পুলিস। খবর পেয়ে পুলিসের ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে যান। গত কয়েক বছর মুলুগু জেলায় এটি প্রথম বড় এনকাউন্টার। সম্প্রতি মাওবাদীরা এই এলাকায় তৎপরতা বাড়ানোর চেষ্টা করছিল বলে খবর পায় পুলিস। 


শীর্ষ মাওবাদী নেতা বদরুকেও নিহত চরমপন্থীদের মধ্যে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বদরু সিপিআই (মাওবাদী)-র ইয়েলান্দু-নরসাম্পেটা এরিয়া কমিটির সম্পাদক এবং নিষিদ্ধ সংগঠনের তেলেঙ্গানা রাজ্য কমিটির সদস্য ছিলেন। নিহত মাওবাদীদের নাম কুরসাম মাঙ্গু ওরফে বদরু ওরফে পাপান্না (৩৫), এগোলাপু মাল্লাইয়া ওরফে মধু (৪৩), মুসাকি দেবল ওরফে করুণাকর (২২), জয় সিং (২৫), কিশোর (২২), কামেশ (২৩) এবং মুসাকি যমুনা (২৩)।


আরও পড়ুন: WATCH| Arvind Kejriwal: ফের আক্রান্ত কেজরিওয়াল! আচমকাই ছোড়া হল...


প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে  ছত্তীসগঢ়ের দন্তেওয়াড়া এবং বিজাপুরের সীমানা এলাকার একটি জঙ্গলে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই হয়েছিল। সেই ঘটনায় ন’জন মাওবাদী নিহত হয়েছিলেন। তাঁদের মধ্যে ছ’জন মহিলা সদস্যও ছিলেন। দন্তোওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই জানিয়েছেন, মাওবাদীদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। সেই সংঘর্ষে মাওবাদীদের শীর্ষ এক নেতা মাচরেলা ইসোবুও নিহত হয়েছেন। তিনি দণ্ডকারণ্য স্পেশাল জ়োনাল কমিটির দায়িত্বে ছিলেন। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)