নিজস্ব প্রতিবেদন:  মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেলে পুলিস। বুধবার ভোরে মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায় এক গুলির লড়াইয়ে নিহত হল ৭ মাওবাদী। এদের মধ্যে ৫ মহিলা ক্যাডার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার সকাল সাতটা নাগাদ গড়চিরৌলির সিরোঞ্চা তহসিলের একটি জায়গা ঘিরে ধরে মহারাষ্ট্র পুলিসের সি-৬০ কম্যান্ডোরা। ছত্তিশগড়-মহারাষ্ট্র সীমান্তের কালেদ-এ বেশকিছু মাওবাদী ডেরা বেঁধেছে, এমন খবর পেয়েইে অপারেশন চালায় মহারাষ্ট্র পুলিস। পুলিসের উপস্থিতি টের পেয়েই গোলাগুলি ছোড়া শুরু করে দেয় মাওবাদীরা। পাল্টা গুলিতে মারা ‌যায় ওইসব মাওবাদীরা।


আরও পড়ুন-‘কোনও দিন কোনও নির্বাচনে না জিতেই নেতা হয়েছেন’, মুকুলকে তীব্র কটাক্ষ অভিষেকের


মহারাষ্ট্র পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত মাওবাদীদের মধ্যে ৫ জন মহিলা। মৃত মাওবাদীদের কাছ থেকে বেশকিছু উন্নত অস্ত্র উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলি এখনও সনাক্ত করা ‌যায়নি। জঙ্গিলঘেরা ওই অঞ্চলে চলছে তল্লাশি।


ছবি-প্রতীকী