লজ্জা! উরিতে শহীদ জওয়ানদের স্মৃতিতে মিছিল থেকে `পাকিস্তান জিন্দাবাদ` স্লোগান
এই ঘটনাকে কীভাষায় বলা যায়? উরিতে জঙ্গিহানায় প্রাণ হারিয়েছেন তরতাজা ১৮ জন জওয়ান। দেশকে বাঁচাতে গিয়ে শহীদ হয়ে যাওয়া সেই জওয়ানদের স্মৃতিতে আয়োজন করা হয়েছিল একটি মিছিলের। আর সেই মিছিল থেকেই স্লোগান উঠল `পাকিস্তান জিন্দাবাদ`! লজ্জাজনক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে।
ওয়েব ডেস্ক : এই ঘটনাকে কীভাষায় বলা যায়? উরিতে জঙ্গিহানায় প্রাণ হারিয়েছেন তরতাজা ১৮ জন জওয়ান। দেশকে বাঁচাতে গিয়ে শহীদ হয়ে যাওয়া সেই জওয়ানদের স্মৃতিতে আয়োজন করা হয়েছিল একটি মিছিলের। আর সেই মিছিল থেকেই স্লোগান উঠল 'পাকিস্তান জিন্দাবাদ'! লজ্জাজনক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে।
জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নিহত জওয়ানদের স্মৃতিতে মিছিল আয়োজন করেছিল কংগ্রেস। স্বভাবতই এই ঘটনার পর ফেরে বিতর্ক মাথা চাড়া দিয়েছে। কে বা কারা এই স্লোগান দেয়, তা এখনও জানা যায়নি। গত রবিবারের এই জঙ্গিহানার পর যেখানে বিশ্বের দরবারে পাকিস্তানকে একঘরে করার চেষ্টা চলছে, বিভিন্ন রাষ্ট্রনায়করা যেখানে কড়া ভাষায় এই জঙ্গিহানার নিন্দা করেছেন, সেখানে দেশের মাটিতে এই ধরনের স্লোগান প্রশ্ন তুলে দিয়েছে। দেখুন সেই ভিডিওটি-
ভিডিও সূত্র : সমাচার প্লাস