`শিন্ডে সরকার ছ`মাসেই পড়ে যাবে!`
শিন্ডের নেতৃত্বে প্রায় ৪০ জন শিবসেনা বিধায়ক দলের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেন। এই বিদ্রোহ উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন জোট সরকারকে সঙ্কটে ফেলে। হুমকি, অনুরোধ, আইনি লড়াই এবং অন্যান্য রাজনৈতিক জটিলতার ১০ দিন পরে, উদ্ধব ঠাকরে ২৯ জুন মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৯ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পরে, এনসিপি, কংগ্রেস এবং শিবসেনা রাজ্যের সরকার গঠনের জন্য একটি জোট করে। বিজেপির আসন সংখ্যা ছাপিয়ে যায় এই জোট। যদিও বিজেপি একক বৃহত্তম দল হয় নির্বাচনে। তারপরেই গেরুয়া শিবিরের অনেক নেতা ঘোষণা করেন যে কয়েক মাসের মধ্যেই এই তিনদলীয় জোট ভেঙে যাবে।
কিছুদিন আগেই ভেঙেছে মহা বিকাশ আগাড়ি (এমভিএ) সরকার। এবার এনসিপি প্রধান শরদ পাওয়ার নতুন সরকারের ব্যর্থ হওয়ার দিন গনা শুরু করেছেন। প্রবীণ রাজনীতিবিদ আভাস দিয়েছেন যে মহারাষ্ট্রে সময়ের আগেই নির্বাচন হতে পারে কারণ আগামী ছয় মাসের মধ্যেই একনাথ শিন্ডে-বিজেপি জোট ভেঙে যাবে।
রবিবার সন্ধ্যায় মুম্বইয়ে এনসিপি বিধায়ক এবং দলের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এই বিবৃতি দেন।
এক এনসিপি নেতা জানিয়েছেন বৈঠকে পাওয়ার বলেন, "মহারাষ্ট্রের নবগঠিত সরকার আগামী ছয় মাসের মধ্যে ভেঙে যেতে পারে, তাই অন্তর্বর্তী নির্বাচনের জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে।"
ওই এনসিপি নেতা আরও জানিয়েছেন পাওয়ার তাদের বলেন যে একনাথ শিন্ডের সমর্থক বিদ্রোহী শিবসেনা বিধায়করা বর্তমান ব্যবস্থায় অসন্তুষ্ট।
পাওয়ার আরও জানিয়েছেন "একবার মন্ত্রীসভার পোর্টফোলিওগুলি বন্টন করা হলে, তাদের সমস্যা সকলের সামনে বেরিয়ে আসবে, যা শেষ পর্যন্ত সরকারের পতনের কারণ হবে।"
এই নেতা আরও জানিয়েছনে শরদ পাওয়ার আশা প্রকাশ করেন যে অসন্তুষ্ট বিধায়করা বিজেপির সঙ্গে তাদের এই "পরীক্ষা" ব্যর্থ হওয়ার পরে দলে ফিরে আসবেন।
আমাদের কাছে যদি ছয় মাস থাকে, এনসিপি বিধায়কদের তাদের নিজ নিজ বিধানসভা কেন্দ্রে আরও বেশি সময় দেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি।
এমভিএ সরকারের পতনের পর একনাথ শিন্ডে ৩০ জুন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। অন্যদিকে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ তার ডেপুটি হিসাবে শপথ নেন।
শিন্ডের নেতৃত্বে প্রায় ৪০ জন শিবসেনা বিধায়ক দলের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেন। এই বিদ্রোহ উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন জোট সরকারকে সঙ্কটে ফেলে। হুমকি, অনুরোধ, আইনি লড়াই এবং অন্যান্য রাজনৈতিক জটিলতার ১০ দিন পরে, উদ্ধব ঠাকরে ২৯ জুন মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন।
আরও পড়ুন: কুলুতে বাস উলটে খাদে, নিহত একাধিক পড়ুয়া-সহ ১৬
সোমবার, চারদিনের পুরনো শিবসেনা-বিজেপি সরকার মহারাষ্ট্র বিধানসভায় ফ্লোর টেস্টের মুখোমুখি হবে। আস্থা ভোটের আগে, নবনিযুক্ত স্পিকার রাহুল নার্ভেকার শিবসেনার আইনসভার নেতা হিসাবে শিন্ডেকে ফিরিয়ে আনেন।
ঠাকরে শিবিরের নেতা সুনীল প্রভুকে সরিয়ে শিবসেনার চিফ হুইপ হিসেবে শিন্ডে গোষ্ঠীর ভারত গোগাওয়ালের নিয়োগকেও স্বীকৃতি দিয়েছেন।