নিজস্ব প্রতিবেদন: ইউপিএ-র চেয়ার পার্সনের পদ থেকে সরছেন সোনিয়া গান্ধী। আর সেই জায়গায় আসছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। মিডিয়ায় এমন খবর উড়িয়ে দিল এনসিপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ভেন্টিলেশনেই বুদ্ধদেব ভট্টাচার্য, সঙ্কট কেটেছে বলতে নারাজ চিকিত্সকেরা
 
দলের তরফে নেতা মাহেশ তাপসে আজ বলেন, 'মিডিয়ায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে ইউপিএর চেয়ারম্যান হচ্ছেন শরদ পাওয়ার। এনসিপি সাফ জানিয়ে দিচ্ছে ইউপিএর চেয়ারম্যান হিসেবে শরদ পাওয়ারের নির্বাচন নিয়ে কোনও আলোচনা দলে হয়নি। কৃষি আন্দালোন থেকে দেশের মানুষের নজর ঘোরাতেই মিডিয়ায় এমন জল্পনা ছড়াচ্ছে কোনও কোনও মহল'


উল্লেখ্য, সংবাদমাধ্যমের জল্পনা ছিল ইউপিএর চেয়ারম্যানের পদে আর থাকতে চাইছেন না সোনিয়া গান্ধী। নিজের স্বাস্থ্যের কারণে সক্রিয় রাজনীতিতে আর সেভাবে সময় দিতে পারছেন না। তাই তিনি সরে যেতে চান। তিনি সরে গেলে জোটের অভিজ্ঞ নেতা শরদ পাওয়ারকেই ওই পদ আনা হবে।


আরও পড়ুন-এক্ষুণি বাংলায় চাই রাষ্ট্রপতি শাসন: মুকুল; গণহত্যার চক্রান্ত: দিলীপ


দিল্লির রাজনৈতিক মহলের খবর, কংগ্রেসের একটি মহলও নাকি শরদ পাওয়ারকে ইউপিএর প্রধান হিসেবে চাইছেন। কারণ রাহুল গান্ধী যেহতু কংগ্রেস সভাপতির পদেও থাকতে চাইছেন না তাই তিনিও ইউপিএ-র ভারও নিতে চাইবেন না। ফলে শরদ পাওয়ারের আসার সম্ভাবনা প্রবল।