আরএসএসের অনুষ্ঠানে বাবা, বিজেপিতে যোগ দিচ্ছেন প্রণবকন্যা? কী বললেন শর্মিষ্ঠা?
বৃহস্পতিবার আরএসএসের প্রশিক্ষণ শিবিরে তৃতীয় বর্ষের স্বয়ংসেবকদের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন তিনি
নিজস্ব প্রতিবেদন: বাবা আরএসএসের সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণপত্র গ্রহণের পর বুধবার জল্পনা শুরু হয়, কংগ্রেস ছাড়ছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তবে বুধবার প্রণবকন্যা জানিয়ে দিলেন, এসব জল্পনার কোনও ভিত্তি নেই। একইসঙ্গে নিশানা করলেন নিজের বাবাকেও। বুঝিয়ে দিলেন, আরএসএসের অনুষ্ঠানে যাওয়াটা মোটেই ভাল সিদ্ধান্ত হয়নি।
সংবাদমাধ্যমে জল্পনা শুরু হয়েছিল, বিজেপির টিকিটে ২০১৯ সালে লোকসভা ভোটে লড়তে পারেন দিল্লির কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। বিজেপি নেতৃত্বের সঙ্গেও তিনি যোগাযোগ রেখে চলেছেন। কংগ্রেসের গোঁসা সত্ত্বেও প্রণব মুখোপাধ্যায়ের আরএসএসের আমন্ত্রণ গ্রহণ নিয়ে এমনিতেই নানা রাজনৈতিক সমীকরণ ভাসছিল। সেই জল্পনাই আরও উস্কে যায় শর্মিষ্ঠার বিজেপিতে যোগদানের খবরে। তবে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় টুইটারে স্পষ্ট করেছেন, ''পাহাড়ে সূর্যাস্তের সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম, তার মাঝেই টর্নেডোর মত খবর এল, আমি নাকি বিজেপিতে যোগ দিচ্ছি। কোথাও কি শান্তি নেই বিশ্বে? আমি কংগ্রেস ছাড়ার চেয়ে রাজনীতি ছেড়ে দেব।''
নিজের বাবাকেও বিঁধতে ছাড়েননি শর্মিষ্ঠা। তিনি টুইট করেছেন, ''নাগপুরে গিয়ে বিজেপি ও আরএসএস-কে গুজব ছড়ানোর সুযোগ করে দিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। এটা সবে শুরু। আশা করি, বিজেপির নোংরা খেলা বুঝতে পেরেছেন প্রণব মুখোপাধ্যায়। এমনকি আরএসএসও বিশ্বাস করতে পারেনি, তাদের মাঝে বক্তব্য রাখবেন আপনি। লোকে কথা ভুলে যাবে কিন্তু ছবি থেকে যাবে।''
প্রসঙ্গত, এদিন নাগপুরে পৌঁছে গিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার আরএসএসের প্রশিক্ষণ শিবিরে তৃতীয় বর্ষের স্বয়ংসেবকদের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন তিনি।
আরও পড়ুন- করদাতার টাকায় পার্টি নয়, রাষ্ট্রপতি ভবনে এবার হবে না ইফতার