নিজস্ব প্রতিবেদন: আগামি ৮ অক্টোবর বায়ুসেনার হাতে আসছে ফ্রান্সের দাঁসো-র তৈরি রাফাল ফাইটার জেট। ফ্রান্সে ওই হস্তান্তর অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ওই অনুষ্ঠানের বিশেষত্ব হল, রাফাল যুদ্ধবিমান হাতে নেওয়ার আগে ‘শস্ত্র পূজা’ করবেন রাজনাথ। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-উনচল্লিশেই ৪৪ সন্তানের মা! সমাজ, দারিদ্রের বিরুদ্ধে চলছে একক মাতৃত্বের লড়াই


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন প্রতিবছরই দশেরায় ‘শস্ত্র পূজা’ করতেন রাজনাথ। এখন তিনি প্রতিরক্ষামন্ত্রী। কিন্তু সেই ট্রাডিশনের কোনও বদল হবে না। ফলে আগামী ৮ অক্টোবর বায়ুসেনা প্রথম রাফাল যুদ্ধবিমানটি হাতে নেওয়ার আগে ওই পুজো করবেন রাজনাথ সিং।


কেন্দ্র সরকারের পরিকল্পনা অনুযায়ী ৮ অক্টোবরই ফ্রান্সে পৌঁছে যাবেন রাজনাথ সিং। এদিনই অবশ্য দশেরা ও বায়ুসেনা দিবস। ফ্রান্সের মেরিজাঁকে আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে তুলে দেওয়া হবে প্রথম রাফাল জেটটি।



আরও পড়ুন-সাম্প্রদায়িক সম্প্রীতির কুমারী পুজোয় পূজিতা চার বছরের ছোট্ট ফতিমা!


উল্লেখ্য, খুব শীঘ্রই ভারতে আসেছে রাফাল যুদ্ধ বিমান ও রাশিয়ায় তৈরি এস-৪০০ মিশাইল ডিফেন্স সিস্টেম। বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদৌরিয়ার দাবি এই দুই অস্ত্রই ভারতের শক্তি অনেকটাই বাড়িয়ে দেবে। জঙ্গি শিবিরে অভিযান যেকোনও সময় চলবে। সরকার সিদ্ধান্ত নিলেই বালাকোটের মতো বিমানহানা হবে।