সাম্প্রদায়িক সম্প্রীতির কুমারী পুজোয় পূজিতা চার বছরের ছোট্ট ফতিমা!

Oct 06, 2019, 17:32 PM IST
1/6

কুমারী পুজো

কুমারী পুজো

২০১৩ সাল থেকে নিজের বাড়িতে দেবী দূর্গার আরাধনা করছেন বাগুইহাটির বাসিন্দা তমাল দত্ত। পেশায় ইঞ্জিনিয়ার তমাল দত্ত চাকরি করেন কামারহাটি পুরসভায়। ছবি: প্রীতম দে।

2/6

কুমারী পুজো

কুমারী পুজো

তেমন আরম্বড় না থাকলেও নিয়ম মেনেই বাড়িতে কুমারী পুজো হয় বাগুইহাটির দত্ত বাড়িতে। ছবি: প্রীতম দে।

3/6

কুমারী পুজো

কুমারী পুজো

বহুদিন ধরেই বাড়ির পুজোয় কোনও অ-হিন্দু কন্যাকে কুমারী রূপে পুজো করতে চাইছিলেন তমালবাবু। তাঁর এই বাসনা পূরণ করতে এগিয়ে আসেন কামারহাটি বাসিন্দা মহম্মদ ইব্রাহিম। ছবি: প্রীতম দে।

4/6

কুমারী পুজো

কুমারী পুজো

মহম্মদ ইব্রাহিমের ভাগ্নি চার বছরের ছোট্ট ফতিমাই এ বছর বাগুইহাটির দত্ত বাড়ির দূর্গা পুজোয় কুমারী রূপে পূজিত হচ্ছে। ছবি: প্রীতম দে।

5/6

কুমারী পুজো

কুমারী পুজো

আগ্রার ফতেপুর সিক্রিতে সামান্য মুদি দোকান চালানো ফতিমার বাবা মহম্মদ তাহির এবং তাঁর মা বুশরা বিবি। ছবি: প্রীতম দে।

6/6

কুমারী পুজো

কুমারী পুজো

তমালবাবুর এই উদ্যোগে সাড়া দিয়ে কলকাতায় মেয়েকে নিয়ে ছুটে এসেছেন দু’জনে। দু’জনেই খুব খুশি। ছবি: প্রীতম দে।