ওয়েব ডেস্ক: আজকাল ওয়েব মিডিয়ায় একটা জিনিস নিয়ে খুব মাতামাতি হয়। তা হলো সেলেব্রিটিদের সঙ্গে মুখের মিল থাকা কোনও মানুষকে নিয়ে। ক দিন আগে শাহরুখ, প্রিয়াঙ্কা চোপড়ার 'লুক আ লাইক' বা মুখের সাদৃশ্য থাকা দুজনকে নিয়ে খুব হইচই হয়। আজ এপিজে আব্দুল কালামে মৃত্যু দিবসে দেশজুড়ে চলা তাঁকে নিয়ে আবেগের মাঝে হঠাত্‍ তাঁর 'লুক আ লাইক' চর্চায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-জুলাই ২৯! এক অজানা রহস্যে পৃথিবীতে কি ধ্বংস নেমে আসবে?


কালামের মৃত্যুদিবসের এক অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন শেখ মইদিন। কালামের সঙ্গে তাঁর মুখের অনেক মিল। চুলের কাটিংটাও একেবারে একই রকম। প্রথমটা তাঁকে দেখে সবাই চমকে গিয়েছেন। বাচ্চারা তো তাঁকে কার্যত ঘিরে ধরে। মইদিন হাসতে হাসতে বললেন, ''এটা ভগবানের দান। এত বড় এজন মানুষের সঙ্গে আমার মুখের মিল ভাবলেও অবাক হই।'' সঙ্গে বললেন, ''বাচ্চারা অনেক সময় তাঁকে এখন কালাম ভেবে জড়িয়ে ধরে''।   



এদিকে, এপিজে আবদুল কালামের মৃত্যুবার্ষিকী। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির স্মরণে তামিলনাড়ুর রামেশ্বরমে তাঁর মূর্তি উন্মোচনে কেন্দ্রের দুই মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় মিসাইল ম্যানকে স্মরণ আপামর দেশবাসীর।