ওয়েব ডেস্ক: জোট ভাঙল শিবসেনা ও বিজেপির। দলের প্রধান উদ্ধব ঠাকরে জানিয়ে দিলেন, মুম্বাইয়ের স্থানীয় নির্বাচনে বিজেপির সঙ্গে কোনও জোট থাকছে না শিবসেনার। ভবিষ্যতেও জোটে যেতে উত্সাহ নেই শিবসেনার তেমনটাই ইঙ্গিত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদ সংস্থা এএনআই উদ্ধবকে উদ্ধৃত করে জানিয়েছে, "ওদের (বিজেপি) দলে অনেক গুণ্ডা রয়েছে, আমাদের দলে কোন গুণ্ডা নেই। রয়েছে কেবল সৈনিক। ওদের আমাদের সৈনিকদের সঙ্গে লড়াই করার ক্ষমতা নেই, তাই ওরা গুণ্ডা ভাড়া করেছে। আমি বিএমসি নির্বাচন নিয়ে ভাবিত নই, কারণ আমরা নিশ্চিতভাবেই জয়লাভ করব"।


আরও পড়ুন- মেঘালয়ের রাজ্যপালের বিরুদ্ধে 'শ্লীলতাহানি'র অভিযোগ


ঠাকরে আরও বলেছেন, "৫০ বছরের মধ্যে আমরা ২৫ বছর নষ্ট করেছি এই জোটের জন্য। আমরা ক্ষমতালোভী নই। ভবিষ্যতে সেনা জোটের জন্য কোনও দরজাতেই কড়া নাড়বে না"। গুরগাঁও-এর মফঃস্বল এলাকায় এক কর্মীসভায় একথা বলেছেন উদ্ধব ঠাকরে। উল্লেখ্য, ফেব্রুয়ারির ২১ তারিখ মুম্বাই শহরে হবে ভোট, ফল প্রকাশিত হবে ২৩শে ফেব্রুয়ারি।


আরও পড়ুন- আলিপুরদুয়ারের পর ধানবাদ ও মালদাতেও রেললাইনে ফাটল