আলিপুরদুয়ারের পর ধানবাদ ও মালদাতেও রেললাইনে ফাটল

উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে রেল লাইনে ফাটল। গ্রামবাসীদের তত্‍পরতায় অল্পের জন্য রক্ষা পায় যাত্রীবোঝাই একটি ট্রেন। এড়ানো যায় বড় ধরনের দুর্ঘটনা।

Updated By: Jan 26, 2017, 08:25 PM IST
আলিপুরদুয়ারের পর ধানবাদ ও মালদাতেও রেললাইনে ফাটল

ওয়েব ডেস্ক : উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে রেল লাইনে ফাটল। গ্রামবাসীদের তত্‍পরতায় অল্পের জন্য রক্ষা পায় যাত্রীবোঝাই একটি ট্রেন। এড়ানো যায় বড় ধরনের দুর্ঘটনা।

এই ঘটনা নিয়ে যখন শুরু হয়েছে তদন্ত, ঠিক তখনই আরও দুটি একই ধরনের খবর মিলল আরও দুই জায়গা থেকে। একটি ধানবাদ ও অপরটি মালদা। দুই জায়গাতেই রেললাইনে ফাটল। আগে থেকে চোখে পড়ে যাওয়া সেখানেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

আরও পড়ুন- গ্রামবাসীদের তত্‍পরতায় আটকাল বড় ধরনের রেল দুর্ঘটনা

আজ সকাল ৬টা নাগাদ একটি প্যাসেঞ্জার ট্রেনের চালক ধানবাদ স্টেশনের সামনে লাইনে ফাটল দেখতে পান। সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন তিনি। তাঁর তত্‍রতায় রক্ষা পায় যাত্রীরা।

অন্যদিকে, সকাল সাড়ে ৮টা নাগাদ মালদা স্টেশনের সামনেও একইরকম ভাবে লাইনে ফাটল দেখা যায়। সঙ্গে সঙ্গে লাইন মেরামতির কাজে হাত দেন রেলকর্মীরা। প্রতিটি ঘটনায় তদন্ত শুরু করেছে রেল।

.