গোপালকৃষ্ণ গান্ধীর বিরুদ্ধে কোমর বেঁধে নামল শিবসেনা
ওয়েব ডেস্ক: গোপালকৃষ্ণ গান্ধীর বিরুদ্ধে কোমর বেঁধে নামল শিবসেনা। যে গোপালকৃষ্ণ গান্ধী ইয়াকুব মেমনের ফাঁসি রুখতে চেয়েছেন, তাঁকে কেন উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে UPA? এমন সাংবিধানিক পদে গোপালকৃষ্ণ গান্ধীর মতো ব্যক্তিত্ব কেন। বিতর্ক উস্কে দিলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত্। অন্যদিকে, কে নতুন রাষ্ট্রপতি হবেন? তা জানতে অপেক্ষা বিশে জুলাই পর্যন্ত। তবে রাষ্ট্রপতি ভবন তার নতুন বাসিন্দাকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করে দিল। আলো ফুটতেই রাইসিনা হিলে কুচকাওয়াজ শুরু করেছে রাষ্ট্রপতির নিজস্ব ঘোড়সওয়ার বাহিনী।
আরও পড়ুন অমরনাথ তীর্থযাত্রীদের বাস খাদে পড়ে মৃত্যু হল অন্তত ১৬ জনের
প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রাইসিনার রেসে NDA প্রার্থী রামনাথ কোবিন্দ। বিরোধী জোটের প্রার্থী মীরা কুমার। সকালেই ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ। অমিত শাহ গুজরাতের নারায়ণপুরা কেন্দ্রের বিধায়ক। সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে ভোট দিচ্ছেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। ফল জানা যাবে বিশে জুলাই। নতুন রাষ্ট্রপতির শপথ ২৫ শে জুলাই। বিধায়করা গোলাপি ব্যালটে ও সাংসদরা সবুজ ব্যালটে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশনের বিশেষ বেগুনি কালির পেনেই প্রার্থীর নামের পাশে টিক দিতে হবে।
আরও পড়ুন সোমবার লোকসভা, রাজ্যসভা, বিধানসভার সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন