অমরনাথ তীর্থযাত্রীদের বাস খাদে পড়ে মৃত্যু হল অন্তত ১৬ জনের
ওয়েব ডেস্ক: জঙ্গি হামলার পর, ফের বিপত্তি অমরনাথ তীর্থযাত্রীদের। যাত্রী বোঝাই বাস খাদে পড়ে মৃত্যু হল অন্তত ১৬ জনের। জখম ৩০ জনেরও বেশি যাত্রী। বাসটি পহেলগাঁও যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কাছে উদ্ধারকাজ নিয়ে খোঁজ খবর নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ ও গুরুতর আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সপ্তাহ ঘোরেনি। ফের বিপত্তি অমরনাথ যাত্রীদের। এবার খাদে পড়ে গেল তীর্থযাত্রী বোঝাই বাস।শনিবার সকাল। জম্মু থেকে অমরনাথের উদ্দেশে রওনা দেয় তীর্থযাত্রী বোঝাই বাস।CRPF-এর কড়া নজরদারিতে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর দিয়ে এগোচ্ছিল বাসটি। বানিহালের কাছে আচমকাই স্কিড করে যায় চাকা। পাল্টি খেয়ে সোজা কয়েক হাজার ফুট নিচে খাদে পড়ে যায় বাস।তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছয় উদ্ধারকারী দল। নামানো হয় বায়ুসেনার হেলিকপ্টার। উদ্ধার হয় দেহ। আহতদের হেলিকপ্টারে করে জম্মুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন সোমবার লোকসভা, রাজ্যসভা, বিধানসভার সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন
রামবানের পুলিস সুপার মোহনলালের দাবি, চাকা পিছলে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তারই জেরে দুর্ঘটনা। অমরনাথ পুন্যার্থীদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে তিনি বলেছেন.বাস দুর্ঘটনায় অমরনাথ যাত্রীদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহত পুন্যার্থীদের দ্রুত আরোগ্য কামনা করছি।১০ জুলাই বাতেঙ্গুর কাছে অমরনাথ পুন্যার্থীদের বাসে হামলা চালায় জঙ্গিরা। প্রাণ যায় সাতজন অমরনাথ যাত্রীর।
আরও পড়ুন সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন