ওয়েব ডেক্স : ভারতের মন্দিরের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু, তার মধ্যেও এমন কিছু মন্দির আছে যার আকর্ষণ মানুষের কাছে অন্যরকম। যেমন ধরুন অমরনাথের গুহা বা, স্তম্ভেশ্বরের মহাদেবের মন্দির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভদোদরা থেকে ৫২ কিলোমিটার দূরে রয়েছে এই স্তম্ভেশ্বর মন্দির। মন্দিরটির উল্লেখ রয়েছে পৌরানিক লেখনিতেও। প্রায় ১৫০ বছরের পুরনো এই মন্দিরটি নিয়ে নানা গল্প বর্তমান। রয়েছে কিছু অদ্ভুত ঘটনাও।


মন্দিরের শিবলিঙ্গটির দর্শন পেতে হলে আপনাকে নির্ভর করতে হবে জোয়ার-ভাটার উপর। কারণ, জোয়ার এলেই এখানে শিবলিঙ্গের চূড়াটি জলের নিচে চলে যায়। আবার ভাটা এলে তা জেগে ওঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই অদ্ভূত দৃশ্য দেখতে এখানে ছুটে আসেন।