নিজস্ব প্রতিবেদন: মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ভ্যাকসিনের দুই ডোজ দেওয়া হল বছর ৬৩ এর এক প্রৌঢ়াকে। প্রথমে কোভিশিল্ড (Covishield) ও তারপর পাঁচ মিনিটের ব্যবধানেই কোভ্যাক্সিন (Covaxin) দেওয়া হয়। বিহারের (Bihar) ঘটনায় চাঞ্চল্য (Shocking)। জানা গিয়েছে প্রৌঢ়ার নাম সুনিলা দেবী (Sunila Devi)। সূত্রের খবর, রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পর প্রথমে ঐ প্রৌঢ়াকে কোভিশিল্ডের ডোজ দেওয়া হয়। এরপর তাঁকে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলা হলে তিনি 'ভুলবশত' কোভ্যাক্সিন নেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েন। তাতেই ঘটে বিপত্তি। আপাতত মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে তাঁকে রাখা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিহারের পাটনার গ্রামীণ এলাকায় পুনপুন ব্লকের এক টিকাকরণ শিবিরে ভ্যাকসিন নিতে যান আওধপুর গ্রামের বাসিন্দা ঐ প্রৌঢ়া। তাঁর সঙ্গে ঐ ঘটনা ঘটার পরেই শিবিরে একদল মেডিকেল বিশেষজ্ঞদের রাখা হয়েছে গোটা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। কী করে ঘটল এমন 'ভুল'? তার ব্যাখ্যা চাওয়া হয়েছে প্রৌঢ়াকে ভ্যাকসিন প্রদানকারী দুই নার্সের থেকে। পাটনা এইমসের সিনিয়র স্বাস্থ্য আধিকারিক জানান, যদি ঐ প্রৌঢ়ার মধ্য়ে কোনো প্রতিকূল প্রভাব পরিলক্ষিত হয় তাহলে ১৪ দিন পর তাঁর অ্যান্টিবডি টেস্ট করাতে হবে। 


আরও পড়ুন: 'করোনার তৃতীয় ঢেউ অনিবার্য, ৬-৮ সপ্তাহে আছড়ে পড়তে পারে', জানালেন AIIMS প্রধান


গোটা ঘটনায় উদাসীনতার (Negligence) অভিযোগ তুলে কঠোর শাস্তির দাবি তুলেছেন ঐ প্রৌঢ়া নিজেই। যদিও শিবিরের কর্মীরা অভিযোগ মানতে নারাজ। স্থানীয় সিএমএইচও মণীশ চৌধুরীর দাবি, 'প্রথমে ঐ মহিলাকে ভ্যাকসিন দিতে গিয়ে রক্ত বেরিয়ে আসে হাত থেকে। তাই ঐ হাতেই অন্য জায়গা বেছে প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হয়। উনি ভুল করে ভাবছেন দুবার ভ্যাকসিন দেওয়া হয়েছে।' শিবিরে ভ্যাকসিন দেওয়ার নিয়ম মানা হচ্ছে বলেই দাবি  করেন তিনি।
   
আরও পড়ুন:Father's Day: নিঃশব্দে ভালবাসার নাম বাবা, উইশ করুন, রইল মন ছুঁয়ে যাওয়া শুভেচ্ছা বার্তা


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App