নিজস্ব প্রতিবেদন : ব্যাগের মধ্যে ফেটে গেল ফোন! রাতারাতি আগুন ধরে যায় ব্যাগে। সেই মুহূর্তে কাঁধে ঝোলানো ছিল ব্যাগটি। এই মুহূর্তটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। যা দেখে আঁতকে উঠবেন আপনি। কারণ, এমনটা যখন তখন যার কারর সঙ্গে ঘটতে পারে বলে জানাচ্ছে ওয়াকিবহালমহল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঘটেছে চিনে। এক ব্যক্তি তার সঙ্গীর সঙ্গে মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই সময় তার ব্যাগের মধ্যে রাখছিল ফোনটি। হঠাৎই বিস্ফোরণের মৃদু শব্দ শুনতে পান। তারপর, দেখেন ব্যগ থেকে দাউ দাউ করে আগুন বের হচ্ছে। রাতারাতি ব্যাগটি কাঁধ থেকে ছুড়ে মাটিতে ফেলে দেন। কিন্তু তৎক্ষণে আগুনের শিখা চুল পর্যন্ত পৌঁছে গিয়েছে। শরীরের কিছু অংশ সামান্য পুড়ে গেলেও ভয়াবহ কিছু হয়নি। 


আরও পড়ুন: সঙ্গমের সময় সঙ্গিনীর অনুমতি না নিয়ে কন্ডোম খুলে ফেলা অপরাধ,পর্যবেক্ষণ NZ আদালতের


 



ওই ব্যক্তি জানিয়েছে ফোনটি Samsung-এর ফোন। ২০১৬ সালে ফোনটি কিনেছিলেন। যখন ব্যাগে ফোনটি ছিল তখন চার্জ হচ্ছিল না। ফোনের ব্যাটারি কখনই বদলায়নি বলেও জানিয়েছেন ওই ব্যক্তি।