ওয়েব ডেস্ক: আধারের সঙ্গে সিম লিংক করার সময়সীমা জানিয়ে দিল কেন্দ্রীয় টেলি‌যোগা‌যোগ মন্ত্রক। জানানো হয়েছে, ওই দিনের মধ্যে আধার - নম্বরের সঙ্গে সিম লিংক করা না হলে বন্ধ হয়ে ‌যাবে পরিষেবা। কথা বলা ‌যাবে না ফোনে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় টেলি‌যোগা‌যোগ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৩১ জানু্য়ারি ২০১৮-র মধ্যে আধারের সঙ্গে লিংক করতেই হবে সিম। নইলে ফেব্রুয়ারিতে ‌যে কোনও সময় বন্ধ হয়ে ‌যাবে পরিষেবা। ‌সমস্ত সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে এই বিধি প্র‌যোজ্য হবে। 


আরও পড়ুন - আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কি না, নিজেই চেক করুন


কেন্দ্রের দাবি, অপরাধী, প্রতারক ও সন্ত্রাসবাদীদের রুখতে এই নিয়ম লাগু হচ্ছে। এর ফলে ‌যে কোনও সিম ব্যবহার করে কোনও অপরাধ ঘটলে তার মালিককে সহজেই চিহ্নিত করা ‌যাবে। আধার ও সিম লিংকের ব্যাপারে গ্রাহকদের ই মেইল ও এসএমএসের মাধ্যমে জানাতে নির্দেশ দিয়েছে কেন্দ্র।  সুপ্রিম কোর্টের বিচারপতি জেএস খেহর ও বিচারপতি এনভি রামানার ডিভিশন বেঞ্চ এই কাজ করার জন্য কেন্দ্রকে ১ বছর সময় দিয়েছিল।