ওয়েব ডেস্ক : নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সংসদীয় বিধিভঙ্গের অভিযোগ আনলেন সীতারাম ইয়েচুরি। ডেবিট কার্ডে দু'হাজার টাকা পর্যন্ত কেনাবেচার পরিষেবা কর মকুব করেছে কেন্দ্র। CPI(M)-এর সাধারণ সম্পাদকের দাবি, এটা বিধিভঙ্গ। আজ নোট বাতিল ঘোষণার ১ মাস পুর্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- একগুচ্ছ 'সরকারি অফার' দিয়ে জেটলির ঘোষণা 'গো ডিজিটাল'


তাঁর কথায়, কোনও করপ্রস্তাবই সংসদের অনুমতি ছাড়া কার্যকর করা যায় না। এটা পরিষ্কার সংসদীয় বিধির অবমাননা। কেন্দ্রীয় তহবিলে টাকার জোগান বাড়ানো বা কমানোর কোনও সিদ্ধান্ত সংসদের অনুমতি ছাড়া হয় না। ডেবিট কার্ডে পরিষেবা কর মকুব করায় কেন্দ্রীয় তহবিলে কম টাকা জমা পড়বে। এটা চলতে পারে না।