কোভিড কেড়ে নিল Sitaram Yechury-র বড় ছেলেকে, ভোরে প্রয়াত আশিস
দুসপ্তাহ ধরে চিকিৎসা চলছিল আশিস ইয়েচুরির (Ashish Yechury)।
নিজস্ব প্রতিবেদন: কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির (Sitaram Yechury) বড় ছেলে। আজ ভোরে মৃত্যু হয় আশিস ইয়েচুরির (Ashish Yechury)। বয়স হয়েছিল ৩৪ বছর। নয়াদিল্লিতে একটি সংবাদপত্রের অফিসে কর্মরত ছিলেন।
জানা গিয়েছে, কোভিড পজিটিভ ধরার পড়ার পর হোলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছিল আশিস ইয়েচুরিকে। পরে তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয়েছে আশিসের (Ashish Yechury)। নিজেই টুইট করে ছেলের মৃত্যুর খবর জানিয়েছেন সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। তিনি লিখেছেন,'দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার বড় ছেলে কোভিড আক্রান্ত হয়েছিল, আজ সকালে তাঁকে হারালাম। ডাক্তার, নার্স, প্রথম সারির স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী-সহ যাঁরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, সাহস জুগিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ।'
নিভৃতবাসে রয়েছেন সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। দুসপ্তাহ ধরে চিকিৎসা চলছিল আশিস ইয়েচুরির (Ashish Yechury)। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ মেদান্ত হাসপাতালে লড়াই থামল তাঁর। সামনের জুনে ৩৫ বছরে পা দিতেন আশিস।
আরও পড়ুন- কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত কামারহাটির TMC প্রার্থী Madan Mitra