জমি অধিগ্রহণকে ঘিরে তুলকালাম গুজরাটের ভবনগর, আটক ৬০ কৃষক
বিক্ষোভকারী কৃষকদের দাবি, ওই জমি অধিগ্রহণ করতে হবে ২০১৩ সালের আইন অনুযায়ী
নিজস্ব প্রতিবেদন: জমি অধিগ্রহণকে ঘিরে তুলাকালাম গুজরাটের ভবনগর। ৬০ জনকে আটক করে, লাঠি চালিয়ে কোনওক্রমে বিক্ষোভ সামাল দিল পুলিস।
কুড়ি বছর আগে ভবনগরের ঘোগা তালুকে ৩ হাজার একর জমি অধিগ্রহণ করেছিল গুজরাট পাওয়ার করপোরেশন লিমিটেড। মোট ১২টি গ্রামে ১২০০ চাষির কাছ থেকে ওই জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু কোম্পানি এতদিনে কোনও প্ল্যান্ট তৈরি করেনি। চাষিরাই ওই জমিতে চাষ করছিল। এতদিনে সেই জমির দখল নিতে যাওয়াতেই সমস্যার সৃষ্টি।
আরও পড়ুন-প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে, পরে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার কিশোরীর দেহ
বিক্ষোভকারী কৃষকদের দাবি, ওই জমি অধিগ্রহণ করতে হবে ২০১৩ সালের আইন অনুযায়ী। তাদের আরও দাবি পুলিস শান্তিপূর্ণ বিক্ষোভের উপরে লাঠি চালিয়েছে। এনিয়ে তৃতীয়বার জমি অধিগ্রহণ করার চেষ্টা রুখে দিল চাষিরা। প্রসঙ্গত ২০১৩ সালের গুজরাট জমি অধিগ্রহণ আইন অনুযায়ী জমি নেওয়ার ৫ বছরের মধ্যে জমির দখল না নিলে নতুন করে অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করতে হবে। এনিয়ে গুজরাট হাইকোর্টে মামলা চলছে। সেই মামলার নিস্পত্তি এখনও হয়নি।