জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি মহিলা কর্মীদের জন্য বাধ্যতামূলক সবেতনে পিরিয়ডস সংক্রান্ত ছুটির ধারণার বিরোধিতা করেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার রাজ্যসভায় সাংসদ মনোজ কুমার ঝা-এর এক প্রশ্নের জবাবে ইরানি বলেছিলেন যে পিরিয়ডস জীবনের একটি স্বাভাবিক অংশ। এবং এর জন্য বিশেষ ছুটির বিধানের প্রয়োজন এমন প্রতিবন্ধ হিসাবে একে বিবেচনা করা উচিত নয়।


ইরানি বলেন, ‘একজন মহিলা যার পিরিয়ডস হয়, তাঁর কাছে পিরিয়ডস এবং ঋতুচক্র কোনও প্রতিবন্ধকতা নয়, এটি মহিলাদের জীবনযাত্রার একটি প্রাকৃতিক অংশ’।


আরও পড়ুন: Basirhat: অঘটন বসিরহাটে! ইটভাটার চুল্লি ভেঙে মৃত ৪ আহত ৫


মাসিক ছুটির ফলে কর্মক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্য হতে পারে বলে সতর্ক করে, তিনি যোগ করেন, ‘আমাদের এমন বিষয়গুলিকে প্রস্তাব করা উচিত নয় যেখানে মহিলাদের সমান সুযোগ থেকে বঞ্চিত করা হয় শুধুমাত্র এই কারণে যে যার পিরিয়ডস হয় না তার এই ঘটনার প্রতি একটি বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে’।


পিরিয়ডসের স্বাস্থ্যবিধির গুরুত্ব স্বীকার করে ইরানি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের একটি খসড়া জাতীয় নীতি প্রণয়নের ঘোষণা করেন। স্টেকহোল্ডারদের সহযোগিতায় তৈরি করা এই নীতির লক্ষ্য সারা দেশে সঠিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার অনুশীলনে সচেতনতা এবং অ্যাক্সেস উন্নত করা।


আরও পড়ুন: Bankura: ‘অভিমান করে বসে থাকবেন না, এইভাবেই আমরা পিছিয়ে যাচ্ছি’, কর্মীদের বার্তা তৃণমূল নেতৃত্বের


কেন্দ্রীয় মন্ত্রী বর্তমানে থাকা 'প্রমোশন অফ মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট (MHM)' স্কিমের কথাও তুলে ধরেন, যার লক্ষ্য ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোরী। জাতীয় স্বাস্থ্য মিশন সমর্থিত, এই স্কিমটি বিভিন্ন শিক্ষা এবং সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে পিরিয়ডসের স্বাস্থ্যবিধি সম্পর্কে জ্ঞান বাড়ানোর উপর দৃষ্টি নিবদ্ধ করে।


সোমবার সংসদে একটি প্রতিবেদন উপস্থাপিত হওয়ার পরে এই ঘোষণাটি এসেছে। এই প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে যে বিশেষ পিরিয়ডস ছুটির বিষয়টি একটি স্বাস্থ্য সমস্যা হিসাবে বিবেচিত হয় এবং পরীক্ষার জন্য স্বাস্থ্য মন্ত্রকের আওতায় পড়ে।


ভারতীয় প্রেক্ষাপটে, ৮ ডিসেম্বর কংগ্রেস সাংসদ শশী থারুরের একটি প্রশ্নের জবাবে ইরানি স্পষ্ট করে বলেছিলেন যে, সমস্ত কর্মক্ষেত্রে সবেতন পিরিয়ডসের ছুটি বাধ্যতামূলক করার জন্য সরকার বর্তমানে কোনও প্রস্তাব বিবেচনা করছে না।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)