নিজস্ব প্রতিবেদন: উত্তর ভারতের তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করেছে। প্রায় প্রতিনিয়তই নামছে পারদ। প্রচণ্ড ঠান্ডার জেরে বিভিন্ন এলাকায় নানা সমস্যাও হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: তেলঙ্গানায় সরকার তৈরির ‘মূল কারিগর’ হবে বিজেপিই, দাবি গেরুয়া শিবিরের


এরই মধ্যে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় সোমবার সকাল থেকে ব্যপক তুষারপাত হল। এদিন সকাল থেকে তুষারপাত মূলত হয় রাজৌরি জেলার পিরপঞ্জাল এলাকায়।


 



ফলে এদিন সকাল থেকেই পর্যটকদের মধ্যে এই তুষারপাত ঘিরে ব্যপক উত্সাহ চোখে পড়ে। পর্যটকরা এ নিয়ে উত্সাহিত হলেও এর জেরে সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষ। গাড়ি চলাচলে সমস্যা হয়েছে।


আরও পড়ুন: ২০১৯-এর আগে এনডিএ-তে ফের ফাটল, মন্ত্রিত্বে ইস্তফা দিয়ে জোট ছাড়ার পথে উপেন্দ্র কুশওয়াহা


এদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজৌরিতে আগামিদিনে তাপমাত্রা আরও কমবে। জম্মু-কাশ্মীরের বেশ কিছু এলাকায় আগামী কয়েকদিনে আরও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব উত্তর ভারতের অন্য রাজ্যগুলিতে পড়তে পারে বলে আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে।