নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টারে শহিদ হলেন এক জওয়ান। নিহত হয়েছে এক জঙ্গিও। পুলওয়ামার কামরাজিপোরায় তল্লাশি অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। সেখানেই এনকাউন্টারে নিহত হয়েছে ওই জঙ্গি। যদিও এখনও তার পরিচয় জানা যায়নি। ওই অঞ্চলে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একজন আধিকারিক জানিয়েছেন, জঙ্গি উপস্থিতির খবর পেয়ে কমরাজিপোরায় অভিযানে গিয়েছিল নিরাপত্তা বাহিনী। সেখানেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। আহত জন দুজন সেনা। তারপরেই গুলির লড়াই শুরু হয় দুই পক্ষের মধ্যে। দুজন গুরুতরভাবে জখম জওয়ানকে তড়িঘড়ি সেনার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন শহিদ হন এক জওয়ান।


 



এক জঙ্গিকে খতম করে একটি একে রাইফেল ও অনেকগুলি গ্রেনেড উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। তল্লাশি অভিযান এখনও চলছে। লকডাউনের শুরুর দিকে জঙ্গি কার্যকলাপ বেড়ে গিয়েছিল উপত্যকায় যা কড়া হাতে সামলেছিল নিরাপত্তা বাহিনী। অনেক জেলাকেই জঙ্গিমুক্ত ঘোষণা করেছিল নিরাপত্তা বাহিনী।


আরও পড়ুন: সাত ঘণ্টা ঠায় দাঁড়িয়ে খোলা ম্যানহল পাহারা দিলেন, সেই কান্তার সঙ্গেও ভালই হল