নিজস্ব প্রতিবেদন : প্রায় দু'বছর পর নির্বাচনী প্রচারে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। এদিন তিনি বলেন, ''প্রধানমন্ত্রীর বক্তব্য ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই না। তাই কাজ না করে শুধু ফাঁকা আওয়াজ দিলে, তাতে দেশের সাধারণ মানুষের পেট ভরবে না।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার কর্ণাটকে নির্বাচনী প্রচারে নামেন সোনিয়া। অসুস্থ থাকায় ২০১৬-র অগাস্টের পর থেকে নির্বাচনী প্রচারে নামেননি তিনি। দীর্ঘদিন পর ফের প্রচারে নেমে তাই প্রথম থেকেই আক্রমনাত্মক ছিলেন কংগ্রেস নেত্রী। তিনি বলেন, ''মোদীজি একজন ভালো বক্তা। কিন্তু, তাঁর ফাঁকা বক্তব্য কোনওভাবেই দেশের দুরবস্থা দূর করতে পারবে না।''


প্রধানমন্ত্রীকে আক্রমণ করে সোনিয়া বলেন, দেশের একাধিক রাজ্য খরার ফলে ক্ষতির মুখে। তার মধ্যে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যগুলিকেই বেশি করে ক্ষতিপূরণ দিয়েছে কেন্দ্র। অন্যদিকে, কর্ণাটকের ভাড়ার কার্যত শূন্য। মোদীর কংগ্রেসমুক্ত ভারত গড়ার ডাকের সমালোচনা করে এদিন ইউপিএ চেয়ারপার্সন বলেন, প্রধানমন্ত্রী দিবাস্বপ্ন দেখছেন। তবে, খুব তাড়াতাড়ি তাঁর সেই ঘুম ভাঙতে চলেছে।


আরও পড়ুন- ''হ্যাঁ, কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রধানমন্ত্রী হব আমি'', বললেন রাহুল