নিজস্ব প্রতিবেদন: ১৭০০ ডোজ টিকা চুরি করে তা ফিরিয়ে দিয়ে গেল চোর। সঙ্গে লিখে রেখে গেলেন এক চিঠি। গতকালই, করোনা টিকা চুরি যাওয়া নিয়ে শোরগোল বেধে যায় হরিয়ানার জিন্দ জেলায়। হাসপাতালের পুরো টিকার ভাণ্ডার খালি করে দিয়েছে চোর। ওষুধ নেই, পর্যাপ্ত অক্সিজেন নেই, সেখানে যদি টিকাও না থাকে! চিন্তায় পড়ে যান স্বাস্থ্য কর্মীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, জিন্দের পিপি সেন্টার জেনারেল হাসপাতালের স্টোর রুমে রাখা ছিল ১ হাজার ৭১০টি টিকার ডোজ। তাতে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড দু’ রকম টিকাই ছিল। বৃহস্পতিবার হাসপাতালের স্টোর রুম খুলে দেখা যায় সেখানে একটি টিকার ভায়ালও নেই। স্টোর রুমের দরজা ভেঙে টিকার পেটিটা চুরি করেছে। অন্যান্য ওষুধ যন্ত্রপাতির কোনও ক্ষতি করেনি।  



এরপর পুলিসে ঘটনাটি জানান হয়, ঘটনার তদন্তে নেমে পুলিস জানতে পারে  হাসপাতালের ওই স্টোর রুমে কোনও সিসিটিভি ক্যামেরা নেই। নিরাপত্তা রক্ষীও ছিল না।  


কিন্তু ২৪ ঘণ্টা না পেরতেই ফেরত গোটা পেটিটা দিয়ে যায় চোর। জানা গিয়েছে, একটুও নষ্ট হয়নি করোনা টিকা। তিনি চিঠিতে লিখে রেখে যান, 'ক্ষমা করবেন, জানতাম না এখানে করোনার ওষুধ আছে'।