নিজস্ব প্রতিবেদন: টিকা-নীতি নিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্রের অবস্থানের তীব্র সমালোচনা করল বিরোধীরা। তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Sougata Roy) কথায়,''এটা গণতন্ত্র বিরোধী।'' সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) বলেন,''কেন্দ্রের ব্যর্থতার জন্য বিচারব্যবস্থাকে হস্তক্ষেপ করতে হচ্ছে।'' সুস্থ গণতন্ত্রে বিচারবিভাগীয় হস্তক্ষেপ কাম্য নয় বলে মনে করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, টিকাকরণে বিচারবিভাগীয় হস্তক্ষেপ কাম্য নয়। এতে অপ্রত্যাশিত ও অপ্রয়োজনীয় পরিস্থিতি তৈরি হতে পারে। কেন্দ্রের এই অবস্থানের বিরোধিতায় সোচ্চার বিরোধীরা। তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলেন,''আমি কেন্দ্রের এই মনোভাবের তীব্র সমালোচনা করছি। সারা দেশ আজ কোভিডে জেরবার। অনেক প্রশ্ন রয়েছে, টিকার দামে তারতম্য, কোন রাজ্য কতটা টিকা পাচ্ছে। স্বভাবতই যে রাজ্যগুলি টিকা পাচ্ছে না, তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। কেন্দ্র বলছে আদালতের হস্তক্ষেপ আমরা মানতে নারাজ। এটা গণতন্ত্র বিরোধী। আইনের শাসনে এভাবে বলতে পারে না। বলা উচিত নয়। আমি এই বক্তব্যের তীব্র সমালোচনা করছি। আশা করি আদালত যথাযথ নির্দেশ দেবে।''


কোভিড পরিস্থিতি সামলাতে কেন্দ্রে বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। তাঁর কথায়,''ওদের চূড়ান্ত প্রশাসনিক ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে সুপ্রিম কোর্ট। প্রশাসন ব্যর্থ হওয়ায় অক্সিজেন সরবরাহের জন্য টাস্কফোর্স গঠন করে দিয়েছে আদালত। বিনা পয়সায় সবাইকে ভ্যাকসিন দিতে হবে। স্বাস্থ্য মৌলিক অধিকার। কেন্দ্র এখন দায়িত্ব এড়ানোর জন্য টালবাহানা করছে। আমার মনে হয়, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে। এই পরিস্থিতির জন্য বিচারবিভাগকে এটা করতে হচ্ছে।''


বিচারবিভাগ প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করলে, তা সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয় বলে অভিমত বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya)। তিনি বলেন,''আমরা জীবন নিয়ে রাজনীতি করি না। অতিমারী-কালে সঙ্ঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে। টিকা রসগোল্লা নয়, যে দশমীর আগের দিন দশগুণ উৎপাদন বাড়িয়ে দিলাম! চাহিদার তুলনায় জোগান নেই। টিকার স্বত্ত্ব ও আন্তর্জাতিক নানা বিষয় রয়েছে। আদালতের মর্যাদা রেখেই বলছি, বারবার প্রশাসনে বিচারব্যবস্থা হস্তক্ষেপ করলে ভারসাম্য নষ্ট হয়, এটা কাম্য নয়।''


আরও পড়ুন- বিচারব্যবস্থার হস্তক্ষেপ কাম্য নয়, Vaccine-নীতি নিয়ে সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র