নিজস্ব প্রতিবেদন : রাজভবনে কর্মরত এক মহিলা কর্মীকে যৌন প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণের এক রাজ্যপালের বিরুদ্ধে। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে একটি অভিযোগও দায়ের করা হয়েছে। বিষয়টি মন্ত্রকের তরফে খতিয়ে দেখা হলেও, এখনও পর্যন্ত সেই রাজ্যপালের নাম জানা যায়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ থেকে জানা গেছে, ওই রাজ্যপাল রাজভবনে কর্মরত এক মহিলাকর্মীকে ডেকে হঠাত্ই যৌন প্রস্তাব দেন। এরপরই রাজ্যপালের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ দায়ের করেন ওই মহিলা।


এদিকে এই ঘটনাকে মোটেই হাল্কা ভাবে নিচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ রয়েছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে।


উল্লেখ্য, গত বছর একই রকমভাবে শ্লীলতাহানির অভিযোগ ওঠে মেঘালয়ের রাজ্যপাল ভি সন্মুগাথনের বিরুদ্ধে। এক মহিলা চাকরিপ্রার্থী তাঁর বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। সন্মুগাথন সেই অভিযোগ অস্বীকার করলেও, পরবর্তী সময় রাজভবনের অন্তত ১০০জন কর্মী তাঁকে অপসারণের দাবি তোলেন। এরপরই তিনি পদত্যাগ করতে বাধ্য হন।


আরও পড়ুন- রেলে ৮৯,৫০০ শূন্যপদে শুরু হল নিয়োগ প্রক্রিয়া