জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক মামলা, তাঁকে নিয়ে অনেক বিতর্ক। এবার উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির নেতা আজম খানকে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিল উত্তর প্রদেশের এমপি-এমএলএ আদালত। আজম খানের সঙ্গেই জেল হয়েছে তাঁর স্ত্রী তাজিন ফাতিমা ও ছেলে আবদুল্লা আজমের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মমতার পথেই বিজেপি শাসিত অসম, দুর্গাপুজোয় অনুদান দেওয়ার কথা ঘোষণা বিশ্বশর্মার


কেন এই কারাদণ্ড? জন্ম শংসাপত্র জাল করার মামলায় নাম জড়ায় আজম খানের। ২০১৯ সালে ওই মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার রামপুরের আদালতের বিচারক শোবিত বনসল ওই রায় ঘোষণা করেন। এনিয়ে সরকারি আইনজীবী বলেন, রায় ঘোষণার পর তিনজনকে বিচারবিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তাঁদের জেলে পাঠানো হবে।


২০১৯ সালের ৩ জানুয়ারি রামপুর গঞ্জ থানায় একটি এফআইআর করেন বিজেপি আকাশ সাক্সেনা। সেখানে তিনি আজম খান, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে জন্মসংশাপত্র জাল করার অভিযোগ আনেন। অভিযোগ করা হয়, আজম খানের ছেলের দুটি জন্ম সার্টিফিকেট রয়েছে। একটি নেওয়া হয়েছে লখনউ থেকে এবং অন্যটি রামপুর থেকে। রামপুর মিউনিশিপ্য়ালটি থেকে পাওয়া সার্টিফিকেটে আবদুল্লার জন্ম তারিখ দেখানো হয় ১৯৯৩ সালের ১ জানুয়ারি এবং লখনউ থেকে ইস্যু করা সার্টিফিকেটে দেখা যায় আবদুল্লার জন্মতারিখ ১৯৯০ সালের ৩০ সেপ্টেম্বর। ২০২২ সালে উত্তরপ্রদেশের সুর  বিধানসভা আসন থেকে ভোটে জেতেন আবদুল্লা।


উল্লেখ্য, বিদ্বেষমূলক বক্তব্য রাখার জন্য এবছর জুলাই মাসে ২ বছরের জেল হয় আজম খানের। মুখ্যমন্ত্রী আদিত্যনথের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য গত অক্টোবর মাসে আজম খানতে দোষী সাব্যস্ত করা হয়।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)