ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী চান তাঁর সেই বক্তৃতা প্রতিনিধিত্ব করুক ১২৫ কোটি ভারতীয়র। আর তাই মোদীর আবেদন তাঁর সেই বক্তৃতায় কী থাকবে তা নিয়ে সাজেশন দেওয়ার। এই আবেদন রেখেই মোদী টুইট করেন তাঁর অ্যাপের লিঙ্ক শেয়ার করে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে সেই টুইটের রেপ্লাই দিলেন। রেপ্লাইয়ের থেকে কেজরির টুইটাকে খোঁচা বলাই ভাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দিল্লিতে ধর্ষণ করে গলায় ফাঁস দিয়ে পুড়িয়ে মারার আভিযোগে গ্রেফতার দুই


আগামী ১৫ অগাস্ট প্রধানমন্ত্রীর কী নিয়ে বত্তব্য রাখা উচিত তা নিয়ে কেজরিওয়াল যা সাজেশান দিলেন তা যদি মোদী রাখেন, তাহলে সেটা হবে বেশ অস্বস্তির। কেজরি মোদীকে স্যার বলে সম্বোধন করে জানালেন, আপনি দলিতদের উপর নির্যাতন, গরু কাণ্ড, আখলাখ হত্যা, কাশ্মীর, কৃষক আত্মহত্যা, ডালের দাম নিয়ে কথা বলুন।



বিরোধীরা সবসময়ই চায় সরকারের দুর্বলতাকে খোঁচা দিতে সুবিধা পেতে। সরকার চায় তাদের দুর্বলতাকে চাপা দিতে। এমনটাই দেখে অভ্যস্ত আমাদের দেশ। সেই হিসেবে দেখলে কেজরির টুইটে নতুন কিছু নেই। কিন্তু এভাবে দেশের প্রধানমন্ত্রীর টুইটে একেবারে রেল্পাই দিয়ে চমকই দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।