Abbulance Hits Toll Plaza: ভয়ঙ্কর গতিতে টোলপ্লাজায় ধাক্কা মারল অ্যাম্বুল্যান্স, মৃত্যু ৪ জনের
পুলিস সূত্রে জানা যাচ্ছে অ্যাম্বুল্যান্সে ছিলেন একজন রোগী, ২ জন অ্যাটেনডেন্ট ও চালক
জি ২৪ ঘণ্টা ডিজিটাল: অ্যাম্বুল্যান্সের বেপরোয়া গতিই কেড়ে নিল ৪টি প্রাণ। কর্ণাটকের উদিপি জেলার একটি টোলপ্লাজার ভিডিয়ো দেখলে গা শিউরে উঠবে।
বুধবার ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। ফলে রাস্তা ছিল ভিজে। বিকেল ৪টে নাগাদ প্রবল গতিতে ছুটে আসে একটি অ্যাম্বুল্যান্স। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে অ্যাম্বুল্য়ান্সের হুটার শুনেই রাস্তার থেকে প্লাস্টিকের বেরিয়ার সরিয়ে নিচ্ছেন টোলপ্লাজা কর্মীরা। তার মধ্যেই প্রবল বেগে প্লাজা গেটে ঢোকার সময় মুখ ঘুরিয়ে গেটের দেওয়ালে ধাক্কা মারে গাড়়িটি। মুহূর্তের মধ্যে গাড়িটি পাল্টি খেয়ে উল্টে যায়। চাপা পড়ে যান এক কর্মী।
পুলিস সূত্রে জানা যাচ্ছে অ্যাম্বুল্যান্সে ছিলেন একজন রোগী, ২ জন অ্যাটেনডেন্ট ও চালক। ৪ জনেরই মৃত্যু হয়েছে।
আরও পড়ুন-Durgapur: বাথরুম থেকে ফিরে মা দেখলেন বিছানায় নেই সদ্যোজাত, তোলপাড় হাসপাতাল