নিজস্ব প্রতিবেদন : দেশের সবথেকে ধনী আঞ্চলিক দলের নাম জানেন? অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। ঘোষিত সম্পত্তির পরিমাণ ৬৩৫ কোটি টাকা। উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধির তালিকায় রয়েছে শিবসেনাও। ২১ কোটি টাকা থেকে তাদের সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি টাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ২৬/১১-র ধাঁচে জঙ্গি হামলা যুঝতে দেশের বিলাসবহুল হোটেলগুলিতে প্রশিক্ষণ দেবে সিআইএসএফ


২০১৫-১৬ আর্থিক বর্ষেরে আয়কর বিভাগ ও নির্বাচন কমিশনে দলগুলি যে তথ্য জমা দিয়েছে, তার ওপর ভিত্তি করেই হয় সমীক্ষা। আর তাতেই সামনে আসে এই চাঞ্চল্যকর তথ্য। একুশটি দলকে পিছনে ফেলে ধনীর শিরোপাটা জিতে নিয়েছে সাইকেল পার্টি। মাত্র চার বছরেই তাদের সম্পত্তির পরিমাণ বেড়েছে একশো আটানব্বই শতাংশ। সপার ঘাড়েই নিঃশ্বাস ফেলছে এআইএডিএমকে। চার বছরে তাদের সম্পত্তি বেড়েছে ১৫৫ শতাংশ। আর ধারের বোঝা সবথেকে বেশি রয়েছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি আর তেলুগু দেশমের।