ওয়েব ডেস্ক : ১২ জন ভারতীয় মত্স্যজীবীকে আটক করল শ্রীলঙ্কার নৌবাহিনী। ডেলফ দ্বীপের কাছ থেকে ওই ১২ জন ভারতীয় মত্স্যজীবীকে পাকড়াও করে শ্রীলঙ্কার নৌবাহিনী। ওই ১২ জন মত্স্যজীবীর পাশাপাশি ২টি নৌকাও আটক করা হয়েছে বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে প্রকাশ, বৃহস্পতিবার সকালে তামিলনাড়ুর রামেশ্বরমের কাছ থেকে ওই ১২ জন মত্স্যজীবীকে গ্রেফতার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, ধৃতদের শ্রীলঙ্কার কংসানথুরাই ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।


এদিকে শ্রীলঙ্কায় বন্দি ৪৯ জন ভারতীয় মত্স্যজীবীকে মুক্তি দিতে হবে, এই দাবিতে ৯ অগাস্ট থেকে আন্দোলন শুরু করেছেন তামিলনাড়ুর মত্স্যজীবীরা। প্রসঙ্গত, ৮ অগাস্ট ৪৯ জন মত্স্যজীবীকে আটক করে শ্রীলঙ্কার নৌবাহিনী। সেই সঙ্গে ভারতীয় মত্সজীবীদের ১২ টি নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে।


আরও পড়ুন, সোপরে ধরা পড়ল আরও এক জঙ্গি, উদ্ধার অস্ত্র