নিজস্ব প্রতিবেদন: টানা দুদিন অপেক্ষা। একবার ‌যদি দেখা ‌যায় ‘চাঁদনি’-কে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খবর শুনেই উত্তরপ্রদেশ থেকে দৌড়ে এসেছিলেন ‌যতীন বাল্মীকি। তিনি শ্রীদেবী ফ্যান বটে, তবে অন্য রকম। এখনও তিনি শ্রী-র কাছে কৃতজ্ঞ। এক দশক আগে শ্রীদেবীর সেই অবদানের কথা এখনও ভুলতে পারেন নি ‌যতীন।



চোখে ভালো দেখতে পান না তবুও ঠায় দাঁড়িয়েছিলেন লেখান্ডওয়ালায় শ্রীদেবীর বাংলোর সামনে। কারণ জানলে আবাক হয়ে ‌যাবেন। এক দশক আগে তাঁর ভাইয়ের মস্তিস্কে জটিল অস্ত্রোপচারের জন্য জন্য ১ লাখ টাকা দিয়েছিলেন শ্রীদেবী। শুধু তাই নয় হাসপাতালে বলে আরও ১ লাখ টাকা মকুব করিয়ে দিয়েছিলেন। ভাই এখনও বেঁচে রয়েছেন। চলে গেলেন শ্রীদেবী।


আরও পড়ুন-শ্রীদেবীর নিথর দেহ লোখন্ডওয়ালায় পৌঁছতেই ভেঙে পড়লেন অমিতাভ


সংবাদ মাধ্যমে ‌যতীন বলেন, ওঁর জন্য আমার ভাই আজও বেঁচে রয়েছে। ওঁর জন্য আমি কিছুই করতে পারব না। তাই অন্তিম ‌যাত্রায় সামিল হওয়ার জন্য ছুটে এসেছি।