নিজস্ব প্রতিবেদন: শ্রীনগরের জামিয়া মসজিদে উড়ল ইসলামিক স্টেটস বা ISIS-এ পতাকা। শুক্রবার জামিয়া মসজিদে নমাজ শুরুর কিছুক্ষণ পর কয়েক মুহূর্তের জন্য সেখানে ISIS-এর পতাকা ওড়াতে থাকেন কয়েকজন যুবক। চোখের নিমেশে যদিও গায়েব হয়ে যায় তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার জুম্মার নমাজ শেষ হওয়ার পর তখন শ্রীনগরের জামিয়া মসজিদে পাতলা হয়ে এসেছে ভিড়। এমন সময় হুড়মুড়িয়ে মসজিদে ঢোকে কয়েকজন যুবক। মসজিদে যেখানে দাঁড়িয়ে জনতাকে সম্মোধন করেন ইমাম মিওয়াইজ উমর ফারুখ, সেখানে বেয়ে উঠে পড়ে মুখ ঢাকা এক যুবক। সেখানেই আইসিসের পতাকা ওড়ায় সে। 


ঘটনার আকস্মিকতা কাটিয়ে এক ব্যক্তি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন পতাকাটি। এর পর টেনে নামাতেও যান তিনি। কিন্তু যুবক কোনও ক্রমে ইমামের জন্য নির্দিষ্ট মঞ্চে উঠে পতাকাটি ওড়াতে সফল হয়। ঘটনার সময় নীচে দাঁড়িয়ে কট্টরপন্থী স্লোগান দিতে শোনা যায় ওই যুবকের কয়েকজন অনুগামীকে।


ঘটনার তীব্র নিন্দা করেছে জামিয়া মসজিদ কর্তৃপক্ষ। তাদের তরফে স্পষ্ট বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ঘটনাটি পরিকল্পনামাফিক ঘটনো হয়েছে। এতে সাধারণ মানুষের ভাবাবেগ আহত হয়েছে। জামিয়া মসজিদের এক মুখপাত্র জানিয়েছেন, একদল মস্তিষ্কহীন দুষ্কৃতীর কাজ এটা।