ওয়েব ডেস্ক: স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডের প্রধান এস এস খাপলাং-এর। দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন তিনি। গতকাল রাত ৮ টা নাগাদ মায়নমারে তার মৃত্যু হয়। জঙ্গিনেতার বয়স হয়েছিল ৭৭ বছর। উত্তর পূর্ব ভারতে সেনার ওপর একাধিক জঙ্গি হানার মূলচক্রী ছিলেন এই জঙ্গি নেতা। পৃথক নাগাল্যান্ডের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছিল এস এস খাপলাংয়ের নেতৃত্বাধীন NSCN।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ৭৫ লাখের বেশি হোম লোনের ক্ষেত্রে সুদের হার কমাচ্ছে SBI


অন্যদিকে, পাহাড়ে আটকে পড়া পর্যটকদের পাশে দাঁড়াল স্থানীয় স্কুলগুলি। বৃহস্পতিবারের তাণ্ডবের পর পাহাড় থেকে নেমে আসতে চাইছেন অনেক পর্যটকই। কার্যত বন্দি তাঁরা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে অনেকে নিরাপদে ফেরার পথ ধরতে পারলেও, গাড়ি-সঙ্কটে আটকেও রয়েছেন বহু পর্যটক। তাঁদের সাহায্যের জন্য এবার একাধিক স্কুল কর্তৃপক্ষ তাদের স্কুল বাসগুলি রাস্তায় নামাচ্ছে। পর্যটকরা যাতে নির্বিঘ্নে পাহাড় ছেড়ে সমতলে নেমে যেতে পারেন, সেজন্যই এই বিশেষ উদ্যোগ।


আরও পড়ুন  উরিতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনা, নিহত ৫ জঙ্গি