নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিক্ষোভ তীব্রতর হচ্ছে। শনিবার বিক্ষোভে যোগ দেবেন সমাজকর্মী অন্না হাজারে। সিবিআই তদন্তের দাবি তুলেছেন চাকরিপ্রার্থীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৭ ফেব্রুয়ারি থেকে দিল্লির লোধি রোডে সিজিও কমপ্লেক্সে স্টাফ সার্ভিস কমিশনের অফিসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, পরীক্ষাপত্র ফাঁসের ঘটনায় সিবিআইকে দিয়ে তদন্ত করাতে হবে। 


স্নাতকস্তরে ৯,৩৭২টি শূন্য পদের জন্য গত ১৭ ফেব্রুয়ারি পরীক্ষা নিয়েছিল স্টাফ সিলেকশন কমিশন। পরীক্ষার আগেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় পরীক্ষার প্রশ্নপ্রত্র ও সম্ভাব্য উত্তর। বিষয়টি নজরে আসার পরই স্থগিত করা হয় পরীক্ষা। পরীক্ষা বাতিল করেছে সুপ্রিম কোর্ট।


আরও পড়ুন- বিনা রিচার্জেই টিভিতে দেখা যাবে সমস্ত চ্যানেল, সেট টপ বক্স আনল রিলায়্যান্স


আগামী ৯ মার্চ ফের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে এসএসসি। তবে আন্দোলনকারীদের প্রশ্ন, আবার পরীক্ষা হলে প্রশ্নপত্র ফাঁস হবে না, তার নিশ্চয়তা কোথায়? সিবিআই তদন্ত করে দোষীদের খুঁজে বের করার দাবি করেছেন তাঁরা।  


আরও পড়ুন- আমি অবিবাহিত বলে কি স্তনপান করানোর ছবি তুলতে পারব না?পাল্টা জোসেফের