স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্প সামনে আনল মোদী সরকার
নতুন শিল্পদ্যোগে উত্সাহ দিতে নতুন উদ্যোগ। স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্প সামনে আনল মোদী সরকার। কর ছাড় থেকে নিয়মে শিথিলতা। যুবসমাজের কাছে সুযোগ সুবিধার ঝুলি সাজিয়ে রাখল কেন্দ্র। যদিও, অসহিষ্ণুতার খোঁচা দিতে ছাড়েনি কংগ্রেস। মেক ইন ইন্ডিয়ার পর এবার স্টার্ট আপ ইন্ডিয়া। স্বপ্নের প্রকল্পের অ্যাকশন প্ল্যান প্রকাশ করে দেশের যুব সমাজকে নতুন শিল্প গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। শিল্পক্ষেত্রে নতুন প্রজন্মকে উত্সাহ দিতে স্টার্ট আপদের জন্য একগুচ্ছ সুবিধা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সকালে স্টার্টআপ সম্মেলনে সুচনা পর্বে কর ছাড়ের আশ্বাস শোনা গিয়েছিল অর্থমন্ত্রীর গলাতেও। পাশাপাশি ব্যাঙ্কিং পরিষেবাও আরও শিল্প বান্ধব করার আশ্বাস দেন জেটলি। মোদীর স্বপ্নের প্রকল্পকে অবশ্য অসহিষ্ণুতা খোঁচায় বিদ্ধ করেছেন রাহুল।
ওয়েব ডেস্ক: নতুন শিল্পদ্যোগে উত্সাহ দিতে নতুন উদ্যোগ। স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্প সামনে আনল মোদী সরকার। কর ছাড় থেকে নিয়মে শিথিলতা। যুবসমাজের কাছে সুযোগ সুবিধার ঝুলি সাজিয়ে রাখল কেন্দ্র। যদিও, অসহিষ্ণুতার খোঁচা দিতে ছাড়েনি কংগ্রেস। মেক ইন ইন্ডিয়ার পর এবার স্টার্ট আপ ইন্ডিয়া। স্বপ্নের প্রকল্পের অ্যাকশন প্ল্যান প্রকাশ করে দেশের যুব সমাজকে নতুন শিল্প গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। শিল্পক্ষেত্রে নতুন প্রজন্মকে উত্সাহ দিতে স্টার্ট আপদের জন্য একগুচ্ছ সুবিধা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সকালে স্টার্টআপ সম্মেলনে সুচনা পর্বে কর ছাড়ের আশ্বাস শোনা গিয়েছিল অর্থমন্ত্রীর গলাতেও। পাশাপাশি ব্যাঙ্কিং পরিষেবাও আরও শিল্প বান্ধব করার আশ্বাস দেন জেটলি। মোদীর স্বপ্নের প্রকল্পকে অবশ্য অসহিষ্ণুতা খোঁচায় বিদ্ধ করেছেন রাহুল।
সত্তর বছরে দেশে অনেক কিছু হয়েছে। কিন্তু তাতে কোথায় পৌছেছে দেশ? স্টার্টআপের মঞ্চে এই কটাক্ষ শোনা গেছে মোদীর গলাতেও।