নিজস্ব প্রতিবেদন: ফের কমল ব্যাঙ্কের সুদের হার (Interest Rate)। পুজো মিটতেই এল নিম্ন ও মধ্যবিত্তের জন্য আশঙ্কার খবর। বুধবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১ লক্ষ টাকা পর্যন্ত জমা রয়েছে এমন সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমে হবে ৩.২৫ শতাংশ। এতদিন ৩.৫০ শতাংশ হারে সুদ পেতেন ১ লক্ষ টাকার নীচে সেভিংস অ্যাকাউন্ট ধারীরা। এছাড়াও মেয়াদি আমানতে সুদের হার কমিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ১ নভেম্বর থেকে লাগু হবে নতুন সুদের হার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ১ বছর থেকে অনূর্ধ্ব ২ বছরের  মেয়াদি আমানতে সুদের  হার ১০ বেসিস পয়েন্ট কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। তবে ১ লক্ষ টাকার ওপরে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার অপরিবর্তিত আছে। সেক্ষেত্রে ৩ শতাংশ হারেই মিলবে সুদ। 


ঋণ দেওয়ার ক্ষেত্রে সুদের হার কম করল স্টেট ব্যাঙ্ক


স্টেট ব্যাঙ্কের তরফে দাবি করা হয়েছে, বাজারে টাকার পর্যাপ্ত যোগান থাকায় সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। চলতি অর্থবর্ষে দফায় দফায় সুদের হার কমিয়েছে SBI।