রাফাল-এ অস্ত্রপুজোর সমালোচনা করে পাকিস্তানের হাত শক্ত করছে কংগ্রেস: রাজনাথ
বিজেপি নেতাদের বক্তব্য, এভাবে সমালোচনা করে আমাদের সংস্কৃতির অপমান করছে কংগ্রেস
নিজস্ব প্রতিবেদন: রাফাল যুদ্ধবিমানে অস্ত্রপূজা করার সমালোচনায় কংগ্রেসকে নিশানা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
আরও পড়ুন-গান্ধী সংকল্প যাত্রায় ২ প্রাক্তন কংগ্রেস নেতার কাঁধেই দায়িত্ব অর্পণ বিজেপির
রবিবার হরিয়ানার কারনালে বিধানসভা নির্বাচনের সভায় রাজনাথ বলেন, রাফাল যুদ্ধবিমানের গায়ে আমি ওম লিখেছি, রাখী বেঁধেছি। এরপরেই বিতর্ক তুলতে শুরু করেছেন কংগ্রেস নেতারা। রাফালের মতো বিমান ভারতে আসছে। ওদের খুশি হওয়া উচিত। কংগ্রেস নেতাদের সমালোচনা পাকিস্তানকে শক্তিশালী করবে।
উল্লেখ্যগত ৮ অক্টোবর , ফান্সে গিয়ে প্রথম রাপাল যুদ্ধ বিমান দাঁসোর কাছ থেকে গ্রহণ করেন রাজনাথ সিং। বিজয়া দশমীর দিন হওয়ায় তিনি রাফালে অস্ত্র পূজাও করেন। এনিয়ে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে বলেন, রাজনাথ বিদেশে গিয়ে ওই তামাশা নাও করতে পারতেন। খারগের ওই মন্তব্যের পরই তেতে ওঠে গেরুয়া শিবির।
আরও পড়ুন-পশ্চিমবঙ্গের হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে কেবিন ভাড়া বেঁধে দিল সরকার
বিজেপি নেতাদের বক্তব্য, এভাবে সমালোচনা করে আমাদের সংস্কৃতির অপমান করছে কংগ্রেস। রবিবার রাজনাথ বলেন, রাফালের মতো যুদ্ধ বিমান হাতে থাকলে ভারত বালাকোটের মতো অপারেশন চালাতে পারবে। এরই সমালোচনা করছে কংগ্রেস।