গান্ধী সংকল্প যাত্রায় ২ প্রাক্তন কংগ্রেস নেতার কাঁধেই দায়িত্ব অর্পণ বিজেপির

১০ দিনে মোট সাড়ে ৪ হাজার কিমি পদযাত্রার সংকল্প নিয়েছে গেরুয়া শিবির।

Reported By: মৌমিতা চক্রবর্তী | Updated By: Oct 20, 2019, 05:09 PM IST
গান্ধী সংকল্প যাত্রায় ২ প্রাক্তন কংগ্রেস নেতার কাঁধেই দায়িত্ব অর্পণ বিজেপির

নিজস্ব প্রতিবেদন : গান্ধী জয়ন্তী উপলক্ষে সংকল্প যাত্রা। আর সেই সংকল্প যাত্রায় কংগ্রেস থেকে বিজেপিতে যোগদানকারী ২ নেতার উপরই ভরসা রাখল গেরুয়া শিবির। একদিকে জয়প্রকাশ মজুমদার, অন্যদিকে অনুপম ঘোষ, বিজেপির গান্ধিজী সংকল্প যাত্রায় এই দুই প্রাক্তন কংগ্রেস নেতার উপরই আস্থা রাখছে পদ্মবাহিনী।  

২ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের বদলে স্থির হয়েছে ১৫ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এই সংকল্প যাত্রা হবে। যাত্রায় প্রত‍্যেক লোকসভা কেন্দ্রে দেড়শো কিলোমিটার পদযাত্রার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেইসঙ্গে প্রতি লোকসভা কেন্দ্রে সমাবেশও করা হবে। ১০ দিনে মোট সাড়ে ৪ হাজার কিমি পদযাত্রার সংকল্প নিয়েছে গেরুয়া শিবির।

আরও পড়ুন, পুরভোটের আগে দলীয় সমীক্ষায় তৃণমূল, শুরু হচ্ছে 'দিদিকে বলো'র পরবর্তী ধাপ

বিজেপি সূত্রে খবর, গান্ধীর অহিংস নীতি ও মতামতকে জনমানসে তুলে ধরার চেষ্টা করা হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। দলীয় পতাকা ও জাতীয় পতাকা, দুই নিয়েই এই শোভাযাত্রা হবে বলে বিজেপি সূত্রে খবর। রাজ্যের ১৮ জন বিজেপি সাংসদ ও ২ জন রাজ‍্যসভার সাংসদ প্রত্যেকেই উপস্থিত থাকবেন সেই সংকল্পযাত্রায়।

.