ওয়েব ডেস্ক: কাশ্মীরে জঙ্গি মোকাবিলায় এবার রোবট ব্যাবহার করতে চলেছে সেনা। সংবাদ মাধ্যমের খবর অনু‌যায়ী পাথর নিক্ষেপকারীদের ঠেকাতেও রোবটকে ব্যবহার করবে সেনাবাহিনী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, কাশ্মীরে সেনাবাহিনীর অভি‌যোগ হল, যখনই সেনাবাহিনী কোনও জঙ্গিকে ঘিরে ফলে তখনই সেনাকে চারদিক থেকে ঘিরে ফেলে পাথর নিক্ষেপকারীরা। ফলে অনেক সময়েই অভি‌যান বন্ধ রেখে বেরিয়ে আসতে হয় সেনাকে। সেই সমস্যা থেকে এবার বেরিয়ে আসতে পারবে সেনা।


আরও পড়ুন-কুপওয়ারায় সেনা ক্যাম্পে জঙ্গি হামলা, নিয়ন্ত্রণরেখায় পাক গুলিতে হত ১ মহিলা


প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে গ্রেটার কাশ্মীর-এর খবর অনু‌যায়ী, ‌যে কোনও ধরনের জঙ্গি অভি‌যানের ক্ষেত্রে ব্যবহার করা হবে রোবটকে। উদ্দেশ্যে, সেনা ও সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো।


উল্লেখ্য, কাশ্মীর থেকে ইতিমধ্যেই কয়েকশো রোবট চেয়ে পাঠিয়েছে সেনাবাহিনী। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের খবর অনু‌যায়ী সেনাবাহিনীর জন্য ৫৪৪ রোবট বরাদ্দও করা হয়ে গেছে।


আরও পড়ুন-রাজ্যসভায় দলনেতার পদ থেকে শরদ ‌যাদবকে সরালেন নীতীশ


গত আট মাস ধরে ওই রোবটের ব্যবহার নিয়ে কাজ করে চলেছে ডিআরডিও। সেনাবাহিনীর সঙ্গে মিলে ওইসব রোবট কাজ করবে। কাশ্মীরে প্রতিকূল আবহাওয়ায় ও দুর্গম এলাকায় ভালো কাজ দেবে ওই রোবট। এমনটাই মনে করা হচ্ছে।