রাজ্যসভায় দলনেতার পদ থেকে শরদ যাদবকে সরালেন নীতীশ
ওয়েব ডেস্ক: রাজ্যসভায় দলনেতার পদ থেকে শরদ যাদবকে সরিয়ে দিল জেডিইউ। শরদের জায়গায় রামচন্দ্র প্রসাদ সিংকে দলনেতা করা হল।
বিহারের জেডিইউ সভাপতি বশিষ্ঠ নারায়ণ শনিবার বলেন,“জেডিইউ নেতারা উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করেন। তাঁরা লিখিতভাবে জানিয়ে এসেছেন, সংসদের উচ্চকক্ষে শরদ যাদবের জায়গায় জেডিইউ-র দলনেতা হবেন রামচন্দ্র প্রসাদ সিং।”
কেন এই সিদ্ধান্ত?বশিষ্ঠের কথায়,”দল বিরোধী কাজ কোনওভাবে মেনে নেওয়া যায় না। সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
He(Sharad Yadav) hasn't been removed, just replacing him with RCP Singh.Was important due to Yadav's recent actions: Vashishtha Narayan, JDU pic.twitter.com/bKtqus6zRX
— ANI (@ANI) August 12, 2017
সোনিয়া গান্ধীর ডাকা বিরোধীদের বৈঠকে দলের নির্দেশ উপেক্ষা করে হাজির হয়েছিলেন জেডিইউ নেতা আলি আনোয়ার আনসারি। তাঁকে গতকালই সাসপেন্ড করা হয়েছে।গত ২৬ জুলাই আরজেডি-কংগ্রেসের সঙ্গ ছেড়ে বিজেপির হাত ধরেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরোধিতা প্রথম থেকেই করে আসছিলেন শরদ যাদব। গতকাল নীতীশ মন্তব্য করেছিলেন, বিহারে বিজেপির সঙ্গে জোট গড়ার সিদ্ধান্ত দলের। ভিন্নমত থাকলে শরদ যাদব নিজের সিদ্ধান্ত নিতে পারেন।