ওয়েব ডেস্ক : ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশাল মিডিয়াতে ছড়িতে দেওয়ার হুমকি দিত প্রেমিক। সেই ভয়েই আত্মঘাতী হলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ২১ বছরের এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে দিল্লির রূপনগর এলাকাতে। পুলিস প্রেমিকের খোঁজে তল্লাশি শুরু করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের কমার্স বিভাগের ওই ছাত্রীর সঙ্গে বিহারের প্রকাশ নামে এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারা দু'জনেই সহপাঠী। গত তিন বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে পুলিস তদন্তে নেমে জানতে পেরেছে।


আরও পড়ুন- শ্বশুরবাড়ির বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ; ভিডিও তুলে আত্মঘাতী তরুণী


পুলিসের ধারণা, ছাত্রীর বাড়ির থেকে এই সম্পর্ক কোনও ভাবেই মেনে নেয়নি। আর সেই জন্যই বারবার তাঁকে হুমকি দিচ্ছিল ওই যুবক। এমনকী তাদের কিছু ব্যক্তিগত ভিডিও-ও সোশাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে। এরপরই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন তরুণী। তবে, নিজের সুইসাইড নোটে গোটা ঘটনার বিবরণ দিয়ে ওই যুবককে অভিযুক্ত করে গেছেন তিনি। পুলিস ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে।