নিজস্ব প্রতিবেদন : জাতীয় সঙ্গীতের সময় উঠে না দাঁড়িয়ে বিতর্কে জড়ালেন জম্মু কাশ্মীরের ২ পড়ুয়া। ভিডিও প্রকাশ পেতেই তা ভাইরাল হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : সহপাঠীকে 'ধর্ষণের' অভিযোগ ৪ বছরের পড়ুয়ার বিরুদ্ধে 
রিপোর্টে প্রকাশ, জম্মু ও কাশ্মীরের রাজৌরির শাহ বাদশাহ বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল এনএন ভোরা, রাজৌরির ডেপুটি কমিশনার-সহ রাজ্যর বেশ কয়েকজন পদস্থ কর্তা। কিন্তু, অনুষ্ঠানের প্রথমে জাতীয় সঙ্গীত বাজতে শুরু করলে, ওই দুই ছাত্র উঠে দাঁড়াননি। শুধু তাই নয়, জাতীয় সঙ্গীতের মধ্যেই ওই দুই ছাত্রকে বসে নিজস্বী তুলতেও যায় দেখা। ওই দুই ছাত্রকে উঠে দাঁড়াতে বলা হলেও, তাঁরা অস্বীকার করেন বলেও জানা যায়। অনুষ্ঠানে হাজির অন্য পড়ুয়া ও অতিথিরা ওই দুই ছাত্রের কীর্তিতে অস্বস্তিবোধ করলেও, মুখে কিছু বলতে দেখা যায়নি তাঁদের।
দেখুন সেই ভিডিও..



ওই ঘটনার পর ‘অভিযুক্ত’ ছাত্রদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থাগ্রহণের দাবি উঠতে থাকে। জাতীয় সঙ্গীতের সময় কেন উঠে দাঁড়াননি, জবাবদিহি চাইতে হবে বলে দাবি ওঠে।