জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোয়া কাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। নেটিজেনদের মনে প্রশ্ন, তবে কি ছেলেকে খুন করার পরিকল্পনা আগে থেকেই করেছিলেন সূচনা? হোটেলের রুমে পাওয়া গিয়েছে কাশির সিরাপের একাধিক খালি বোতল। ছেলের প্রতি মাত্রাতিরিক্ত অধিকারবোধ থেকেই অশান্তির সূত্রপাত। এরপরই ২০২২-এ স্বামী ভেঙ্কট রামনের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা অভিযোগে মামলা দায়ের করেন সূচনা। এমনকি, স্বামী ভেঙ্কটের কাছ থেকে মাসে আড়াই লাখ টাকা করে ভরণপোষণও চেয়েছিলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Bengaluru: বেঙ্গালুরুতে নীতিপুলিসগিরি! হোটেলের ঘরে ঢুকে মারধর দম্পতিকে...


ইন্ডিয়ার এক্সপ্রেসের খবর অনুযায়ী, ছেলেকে হত্যা করার আগে নাকি স্বামীকে মেসেজ করেছিলেন সূচনা। কী লিখেছিলেন সেই মেসেজে? ৬ জানুয়ারি স্বামীকে মেসেজে তিনি লিখেছিলেন, রবিবার বেঙ্গালুরুতে ছেলের সঙ্গে দেখা করতে পারেন তিনি। আদালতের নির্দেশে যেমন বাধ্যতামূলক বলা হয়েছে। সূচনা ও তাঁর স্বামীর মধ্যে বিবাহবিচ্ছেদ ও শিশু হেফাজতের মামলা চলছে।


সূচনা শেঠের স্বামী ভেঙ্কটরমণ যখন এই বার্তা পান, তখন তিনি ছিলেন বেঙ্গালুরুতে। তিনি একটি এআই ফার্মও চালান। কিন্তু চিন্তা শেঠের সেই বার্তার পর আর কোনো সাড়া না পেয়ে তিনি চলে যান জাকার্তা। সেখানে বিজনেস মিটিংয়ে যেতে হয় তাঁকে। স্বামী ভেঙ্কটরমণ যখন এই মেসেজ পান, তখন তিনি ছিলেন বেঙ্গালুরুতে। তিনি একটি এআই ফার্মও চালান। কিন্তু চিন্তা সূচনাকে মেসেজ করার পর আর কোনও সাড়া না পেয়ে তিনি চলে যান জাকার্তা। সেখানে বিজনেস মিটিংয়ে যেতে হয় তাঁকে।


সূত্রের খবর, পুলিস সূচনা শেঠের হাতের লেখা নোটও উদ্ধার করেছে। শোনা যাচ্ছে, আইলাইনার দিয়ে স্বামীর জন্য যে টিস্যু-র উপর কিছু লিখেছিলেন সূচনা। সেই টিস্যুই উদ্ধার করেছে পুলিস। এই চিরকুটে কী লেখা ছিল, তা এখনও খোলসা করেনি পুলিস। কিন্তু অনুমান, সেখানে স্বামীকে নিয়ে খুব তিক্ত কথা লিখেছিলেন সূচনা। 


প্রসঙ্গত, গোয়ার হোটেলেই ৪ বছরের ছেলেকে খুন করেন বেঙ্গালুরুর স্টার্ট-আপের সিইও সূচনা শেঠ। ছেলেকে খুনের পর সূচনা নিজেও হাতের শিরা কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। যদিও পুলিসি জেরায় ভেঙে পড়ে সূচনা দাবি করেছেন, তিনি তাঁর ৪ বছরের সন্তানকে খুন করেননি। হঠাৎ জেগে দেখেন, তাঁর ছেলে মৃত! ওদিকে মৃত্যুর আগে সূচনার ছেলে বাবা ভেঙ্কটের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলে, বলেও জানা গিয়েছে। অভিযোগ, ছেলেকে খুনের পর দেহ ব্যাগে ভরে বেঙ্গালুরুতে পালাচ্ছিলেন সূচনা শেঠ। সেইসময় চিত্রদুর্গা থেকে তাঁকে গ্রেফতার করে কর্ণাটক পুলিস। 



আরও পড়ুন, YouTube: কিশোর ছেলেকে মায়ের চুম্বন! 'অশ্লীলতা'র দায়ে ইউটিউব ইন্ডিয়ার আধিকারিককে তলব শিশু সুরক্ষা কমিশনের!


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)