ওয়েব ডেস্ক: আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি। দুপুর দুটো নাগাদ ওড়িশা হাইকোর্টে হবে শুনানি। CBI-এর তরফে চার্জশিট জমা দেওয়ার পর এই প্রথম আদালতে জামিনের আবেদন জানিয়েছেন তৃণমূল সাংসদের। তাই, আজ সিবিআইয়ের সওয়াল করার পালা। তার জন্য দিল্লি থেকে কটকে আসছেন সিবিআইয়ের বিশেষ আইনজীবী কে রাঘবচারালু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দিল্লি বিমানবন্দরে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচল দুটি বিমান 


প্রভাবশালী তত্ত্বেই তৃণমূল সাংসদের জামিনের আর্জির তীব্র বিরোধিতা জানানো হবে বলে সূত্রের খবর। CBI সূত্রের খবর এর আগে দুবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করেছে কোর্ট। আজ রাজনৈতিক মহল তাকিয়ে থাকবে ওড়িশা হাইকোর্টের শুনানির দিকেই।


আরও পড়ুন  কাশ্মীরে সেনা জওয়ানদের বাঁচাতে রওনা হলেন হাজার সাধু!