নিজস্ব প্রতিবেদন: টিভিতে 'ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড' শোতে গলার শিরা ফুলিয়ে অপরাধীদের পর্দাফাঁস করতেন। স্ত্রীকে খুনের দায়ে সেই সুহেব ইলিয়াসিকে দোষী সাব্যস্ত করল দিল্লির আদালত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০০ সালের ১১ জানুয়ারি গুরুতর আঘাত নিয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয় সুহেবের স্ত্রী অঞ্জু ইলিয়াসিকে। পরে মৃত্যু হয় তাঁর। অঞ্জুর মা ও বোনের অভিযোগ, পণের দাবিতে প্রায়ই স্ত্রীর উপরে অত্যাচার করতেন সুহেব। জামিয়া-মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে সহপাঠী ছিলেন সুহেব ইলিয়াসি ও অঞ্জু সিং। তাঁর বিরুদ্ধে স্ত্রীকে খুনের চার্জ গঠনের নির্দেশ দেয় আদালত। ১৭ বছর পর বিচার পেলেন অঞ্জুর সিংয়ের পরিবার। ২০ ডিসেম্বর সাজা ঘোষণা করবে আদালত।


আরও পড়ুন- বাঙালির কর্তৃত্ব তলানিতে, কংগ্রেসের সভাপতি পদে বসলেন আরেক গান্ধী  


১৯৯৮ সালে জি টিভিতে 'India's Most Wanted' শোর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন সুহেব ইলিয়াসি। পরে দূরদর্শনে একই ধরনের শো করেন তিনি। সেই সময় বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল তাঁর শো।